সাত বছর পর আবার শুরু তৃতীয় বিভাগ কোয়ালিফায়ার

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:০৯ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

সাত বছর ধরে বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে দেশের তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে যোগ্যতা নির্ধারণী প্রতিযোগিতা। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি (সিজিডিএম) বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৭ সালে শেষবার টুর্নামেন্টটি আয়োজিত হয়েছিল। এর পর অবশ্য আয়োজিত না হওয়ার কারণ আছে। হঠাৎ করে এন্ট্রি ফি ১ লাখ থেকে ৫ লাখ করে দেওয়ার কারণে আগ্রহী দল পাওয়া যাচ্ছিল না। আর সে কারণেই টুর্নামেন্টটি বন্ধ হয়ে গিয়েছিল।

সিজিডিএম এর এক কর্মকর্তা বলেন,‘আমরা ইতোমধ্যেই বাংলাদেশের শীর্ষ তিন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দিয়েছি। সেগুলো আগামীকাল প্রকাশিত হবে।’

তিনি আরও যোগ করেন, ‘এবছর ৪৮ টি দল নিয়ে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। গত আসরের এন্ট্রি ফি ৫ লাখ থেকে কমিয়ে ১ লাখ টাকা করা হয়েছে। তবে ৪৮ দলের বাইরে যদি আরও দল আগ্রহ প্রকাশ করে তবে সেক্ষেত্রে দল বাড়ানো হতে পারে।’

চলমান প্রথম বিভাগ ক্রিকেট লিগ শেষ হওয়ার পরেই শুরু হবে তৃতীয় বিভাগের কোয়ালিফায়ার প্রতিযোগিতা। তবে অংশগ্রহনের জন্য নিয়ম হলো ক্লাবগুলোকে ঢাকা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে অবস্থিত হতে হবে। ফেব্রুয়ারির ২৩ এবং ২৪ তারিখ থেকে ক্লাবগুলো বিসিবি বরাবর ১ লাখ টাকা জমা দিয়ে অংশগ্রহন করতে পারবে।

খেলার দুনিয়া | ফলো করুন :