শাস্তি পেলেন পাকিস্তানের তিন ক্রিকেটার

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:৩২ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

পাকিস্তান,নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে পাকিস্তানে আয়োজিত হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। যেখানে ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। গত ১২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার ও পাকিস্তানের ম্যাচটি ছিল অঘোষিত সেমিফাইনাল। এমন বড় ম্যাচে মেজাজ হারিয়েছেন একাধিক পাকিস্তানি খেলোয়াড়।

প্রতিপক্ষকে স্লেজিং করা মাঠের খুবই স্বাভাবিক ঘটনা। তবে কখনো কখনো তা প্রতিপক্ষের জন্য অপমাণজনক বিষয় হয়ে দাঁড়ায় এবং নীতিমালার বাইরে চলে যায়। এমন ঘটনাই ঘটিয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। তাদের কেউ কেউ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দিকে তেড়েও গেছেন। আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ লঙ্ঘন করেছেন শাহিন আফ্রিদি, সৌদ শাকিল ও কামরান গুলামকে শাস্তি দিয়েছে আইসিসি।

আজ (বৃহস্পতিবার) আইসিসি এক বিবৃতিতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন পাকিস্তানি ক্রিকেটারের শাস্তির ঘোষণা দিয়েছে। এর মধ্যে শাহিন আফ্রিদির জরিমানা হয়েছে ম্যাচ ফি’র ২৫ শতাংশ।

ম্যাচের ২৮তম ওভারে সফরকারী ব্যাটার ম্যাথু ব্রিটজকের রান নেওয়ার পথে ইচ্ছাকৃতভাবে বাধা হয়ে দাঁড়ান শাহিন আফ্রিদি। এরপর দুজনের মুখোমুখি শারিরীক অবস্থান ও উত্তপ্ত বাক্য বিনিময় করেন।

অন্য ঘটনায় সৌদ শাকিল এবং বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামা কামরান গুলামকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। ২৯তম ওভারে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা রানআউট হওয়ার পর দুজনেই তার খুব কাছাকাছি গিয়ে আগ্রাসী উদযাপনে করেন।

কেবল জরিমানাই নয়, তিন পাক ক্রিকেটারকেই একটি করে ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। এ ছাড়া শাহিন-কামরান-শাকিল আইসিসির দেওয়া শাস্তি মেনে নেওয়ায় শুনানির কোনো প্রয়োজন পড়ছে না।

খেলার দুনিয়া | ফলো করুন :