চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সহ-অধিনায়ক মিরাজ
পাকিস্তানের মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করা হয় গত সপ্তাহে। সেই দলের অধিনায়ক করা হয় নাজমুল হোসেন শান্তকে। তবে তার সহকারী ঘোষণা করা হয়নি। অবশেষে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড( বিসিবি) মেহেদি হাসান মিরাজকে সহ-অধিনায়ক ঘোষণা করেছে।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে মিরাজকে সহ-অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। ২৭ বছর বয়সী অলরাউন্ডার মিরাজ বাংলাদেশ দলের হয়ে ১০৩টি ওয়ানডে খেলেছেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোটের কারণে অনুপস্থিতির সময় ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও অর্জন করেছেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের বহরে খালেদ আহমদ ও পেসার হাসান মাহমুদও যুক্ত হচ্ছেন বলে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার রাত একটায় দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বেন টাইগাররা।
এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ হবে দুবাইয়ে। ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি মাঠে নামবে ফিল সিমন্সের শিষ্যরা। পরের ম্যাচ ধরতে পাকিস্তানে যাবেন তারা। সেখানে ২৪ তারিখ নিউজিল্যান্ড এবং ২৭ তারিখ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ দল
নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলী, তানজিদ হাসান, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন।