বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান শাহিনসের অধিনায়ক হারিস

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৬:৪৯ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট দল নিজেদের শেষ ওয়ানডে ম্যাচ খেলেছে গত বছর ডিসেম্বরে। এরপর শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এত লম্বা সময়েও আর ৫০ ওভারের ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের।

২০ ওভারের খেলা দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি কতটা হবে তা নিয়ে জেগেছিল শঙ্কা। সংশয় ছিল বাংলাদেশের হয়তো কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি মাঠে নামতে হবে। টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্সও বলেছিলেন প্রস্তুতির ঘাটতির কথা।
তবে সে সংশয় কিছুটা হলেও কেটে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল খেলা শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে অন্তত একটা সুযোগ পাচ্ছে বাংলাদেশ। পাকিস্তান শাহিনস এর বিপক্ষে ১৭ ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

এ ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান শাহিনস। মোহাম্মদ হারিসকে অধিনায়ক করে ১২ সদস্যের দল ঘোষণা করেছে তারা।

পাকিস্তান শাহিনস স্কোয়াড
মোহাম্মদ হারিস (অধিনায়ক), আমের জামাল, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ মুসা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সুফিয়ান মুকিম এবং উসামা মীর।

বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

খেলার দুনিয়া | ফলো করুন :