পরিবার ছাড়া দুবাই যেতে হবে রোহিত-কোহলিদের
বর্ডার-গাভাস্কার ট্রফিতে হারার পর রোহিত শর্মাদের সঙ্গে কঠোর হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দেশের বাইরে গেলে আর পরিবারের কেউ সঙ্গে যেতে না পারা সহ বেশ কিছু নিয়ম জারি করেছিল বোর্ড। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে সেই নিয়মগুলো কার্যকর করতে যাচ্ছে ভারতের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এ সংস্থা।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির স্থায়িত্ব কম হওয়ার কারণে ৪৫ দিন দেশের বাইরে থাকছে না ভারত দল। যার কারণে পরিবারের কেউ রোহিত-বিরাটদের সঙ্গী হতে পারবেন না। তবে রান্নার স্টাফ নিয়ে শর্ত শিথিল আছে বিসিসিআইয়ের। এছাড়া কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফের সঙ্গে ব্যক্তিগত সহকারী গেলে তাদের অন্য হোটেলে থাকতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে বোর্ড।
এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘এখনও পর্যন্ত ঠিক আছে যে ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবার যেতে পারবে না। যেহেতু এই আসর এক মাসও চলবে না, তাই বোর্ডের নির্দেশনা মানতে হবে। যদি কেউ নিয়ে যেতে চায় তা হলে অধিনায়ক, কোচ ও বোর্ডের অনুমতি নিতে হবে। যদি বিশেষ কারণে কাউকে অনুমতি দেওয়া হয়, তা হলে পরিবারের যাতায়াত, থাকা-খাওয়ার খরচ সেই ক্রিকেটারকেই করতে হবে। বোর্ড সেই ব্যয় বহন করবে না।’
দুবাইয়ে আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে ভারত। যদিও ঘরের মাঠে ইংল্যান্ডের লাগাম টেনে ধরা ভারত টাইগারদের কেমন আতিথেয়তা দেয় সেটাই দেখা যাবে দুবাইয়ে।