বাংলাদেশের জন্য শুভ কামনা লিটন দাসের
অফ ফর্মে থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি তার। তবে তাতে আক্ষেপ নেই বরং পুরো বিষয়টাকে নির্বাচকদের ওপর ছেড়ে দিয়েছেন লিটন কুমার দাস। বিপিএলে একা দলকে টেনে নেওয়া লিটন এবার আরো একবার খবরের শিরোনাম হয়েছেন। বাংলাদেশ দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শুভকামনা জানিয়ে পোস্ট দিয়েছেন টাইগার এই ব্যাটার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে নিজেকে স্কোয়াডের ‘ষোলতম’ সদস্য উল্লেখ করে লিটন লিখেন, ‘বাংলাদেশের দুর্দান্ত এই টিমকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শুভ কামনা। আমার বিশ্বাস, মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে নিজেদের সেরাটা দেবে এই দল। টাইগাররা কীভাবে খেলে, গোটা বিশ্বকে তা দেখিয়ে দেওয়া যাক!’
নিজের জায়গা না পাওয়াটা টাইগারদের সমর্থক বানাতে বড় ভূমিকা রেখেছে উল্লেখ করেছে জানিয়ে তিনি আরো লিখেছেন,‘আমি দলে জায়গা করে নিতে পারিনি, তবে এটিই আমাকে দলের সবচেয়ে বড় সমর্থক করে তুলেছে। প্রতিটি রান, উইকেট ও ক্যাচের জন্য গলা ফাটাব আমি। তোমাদের ষোড়শ সদস্য ভিন্ন এক ভূমিকায় থাকব তোমাদের সঙ্গেই।’
ফর্মহীনতায় ভুগা লিটন এবারের বিপিএলে মাঠে নেমেছিলেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে রান তুলতে না পারলেও ডাক না পাওয়ার পরে ব্যাট হাতে জ্বলে উঠলেন তিনি। সেঞ্চুরি সহ দুর্দান্ত কয়েকটি ইনিংস খেলে দলকে একা টেনে নিয়ে যান তিনি। দলে জায়গা না পাওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘দলের নির্বাচকরা মনে করছেন আমি আনফিট তাই আমি নাই।ওনারা আবার উপযুক্ত মনে করলে আবার ডাক দিবেন।’
দলে জায়গা না পেলেও ছন্দে ফিরতে মরিয়া লিটন। নিয়মিত ঘামও ঝরাচ্ছেন ২২ গজে। লিটনকে নিয়ে আশাবাদী দলের প্রধান কোচ ফিল সিমেন্স গত সোমবার জানিয়েছিলেন, মাঠে ফিরতে কঠোর পরিশ্রম করেছেন লিটন।’