আইপিএলের সময়সূচীতে পরিবর্তন
আগামী ২১ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮ তম আসরের। তবে পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে হয়েছে বিশ্বের সবথেকে বড় ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগের আয়োজকদের।
ভারতীয় ক্রিকেট বোর্ড ( বিসিসিআই) জানিয়েছে,এবারের আয়োজন একদিন পিছিয়েছে। ২১ মার্চের পরিবর্তে ২২ মার্চ পর্দা উঠতে যাচ্ছে আইপিএলের এবারের আসরের পর্দা । বোর্ডের এক সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ভারতীয় একটি দৈনিক।
গত মাসে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল আইপিএলের এবারের আসর ২১ মার্চ শুরু হবে। আর ফাইনাল হবে ২৫ মে। তবে সে সূচিতে পরিবর্তন আসতে যাচ্ছে। যদিও বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
তবে শুরুর দিন একদিন পিছালেও,পরিবর্তন হচ্ছেনা ফাইনালের সময়সূচী। পূর্বনির্ধারিত ২৫ মে ই অনুষ্ঠিত হবে ফাইনাল। উদ্ভোধনী ম্যাচ এবং ফাইনাল ম্যাচ আয়োজিত হবে কলকাতার ইডেন গার্ডেনে।