চ্যাম্পিয়ন্স ট্রফিকে বড় সুযোগ দেখছে পাকিস্তান

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১২:২৩ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

১৯৯৬ সালের ঘটনা। পাকিস্তানে শেষবার আয়োজিত হয়েছিল আইসিসির বড় কোনো আসর। এরপর পেরিয়ে গেছে প্রায় তিন দশক। এর মাঝে পাকিস্তানে আয়োজিত হয়নি বড় কোনো টুর্নামেন্ট।

তবে অবশেষে পাকিস্তানি ভক্ত সমর্থকদের অপেক্ষার পালা ফুরোচ্ছে। এক সপ্তাহ পরেই পাকিস্তানে আয়োজিত হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। আয়োজকরা মনে করছেন, পাকিস্তানে এত বড় একটা আসরের সফল আয়োজন ই পারে পাকিস্তানের অস্থিরতা কমাতে ও পর্যটন শিল্প বাড়াতে।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। মূল আয়োজক পাকিস্তান হলেও একমাত্র ভারতের আপত্তিতে এবারের আসর হবে হাইব্রিড মডেলে। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড ( পিসিবি) মনে করছে ,গত কয়েক দশকে পাকিস্তানকে নিয়ে যত নেতিবাচক চিন্তা ভাবনা বিশ্বে ছড়িয়েছে সেগুলোকে মুছে দেওয়ার বড় সুযোগ এই টুর্নামেন্ট।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন,‘বিশ্ব ক্রিকেটের আয়োজন কেবল কয়েকটা ম্যাচ আয়োজন করা এমনটা নয়। এটা আমাদের পুরনো গৌরব,সম্মান, আন্তর্জাতিক স্বীকৃতি ফিরে পাওয়ার বড় মঞ্চ। পাকিস্তান ক্রিকেটের দুঃসময়ে যারা এতদিন দুহাত ভরে দিয়েছেন,তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সময় এসেছে।’

প্রসঙ্গত,২০০১ সালে আফগানিস্থান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হলে প্রতিবেশি দেশ পাকিস্তানেও অস্থিরতা ছড়িয়ে পড়ে। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৬ জন খেলোয়াড় আহত হন। তখন থেকে পাকিস্তানের মাটিতে কোনো দেশ খেলতে যেতে অস্বীকৃতি জানায়। তবে পরিস্থিতি স্বাভাবিক হয় ২০১৮ সাল থেকে। তখন থেকে নিয়মিত ই বিভিন্ন দেশ পাকিস্তান সফরে যাচ্ছে।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে পিসিবি।

খেলার দুনিয়া | ফলো করুন :