চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দল পাবে কত টাকা?
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড।
২০১৭ সালের পর আয়োজিত এ আসরকে সামনে রেখে প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। যা গত বারের তুলনায় বেড়েছে ৫৩ শতাংশ।
আট দলের এ টুর্নামেন্টে মোট প্রাইজমানি ৬.৯ মিলিয়ন ইউএস ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৮৩ কোটি ৩৬ লাখ টাকা। যেখানে চ্যাম্পিয়ন দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার বা প্রায় ২৭ কোটি ৬ লাখ টাকা। রানার্স আপ দল পাবে চ্যাম্পিয়ন দলের ঠিক অর্ধেক পরিমাণ প্রাইজমানি। তাদের জন্য নির্ধারিত প্রাইজমানি ১৩ কোটি ৫৩ লাখ টাকা।
মোটা অঙ্কের টাকা পাবে সেমিফাইনালে হেরে যাওয়া দলও। দুই দলই পাবে প্রায় ৬ কোটি ৭৬ লাখ টাকা করে।
প্রতি ম্যাচ জয়ের জন্য বিজয়ী দল পাবে প্রায় ৪১ লাখ টাকা। পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে থাকা দলকে দেওয়া হবে প্রায় ৪ কোটি ২৩ লাখ টাকা এবং শেষের দুই দল পাবে ১ কোটি ৬৯ লাখ টাকা করে করে।
এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণ করার পুরস্কার হিসেবে আটটি দলই পাবে ১ কোটি ৫১ লাখ টাকা।
১৯৯৬ সালের পর পাকিস্তানের মাটিতে এবারই প্রথম আয়োজিত হচ্ছে আইসিসির বড় কোনো আসর। আট দলের এই টুর্নামেন্টে থাকবে চার দল করে দুই গ্রুপ। যেখান থেকে শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে।