দেশি ক্রিকেটারদের ৭৫ শতাংশ বেতন দিলো রাজশাহী
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হয়েছে এ মাসের ৭ ফেব্রুয়ারি। তার আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তাসকিন আহমেদের দল দুর্বার রাজশাহী। তবে এতদিন পরে এসেও দলটি এখনো সমালোচনার বোঝা নামাতে পারেনি নিজেদের থেকে।
এবারের বিপিএলে ফ্রাঞ্চাইজি গুলোর অপেশাদারিত্ব নিয়ে নাটকীয়তা কম হয়নি। তবে সব নাটকীয়তাকে পাশ কাটিয়ে সব থেকে বেশি সমালোচনার জন্ম দিয়েছে রাজশাহী। খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুতে ম্যাচ বয়কটের মত ঘোষণাও এসেছিল। এমনকি বিদেশী খেলোয়াড়দের ছাড়াই মাঠে নামতে হয়েছিল এক ম্যাচে।
বোর্ডের চাপে বিভিন্ন সময়ে পারিশ্রমিক দেওয়ার কথা বলেও দিতে ব্যর্থ হয়েছে মালিকপক্ষ। এমনকি কয়েকবার খেলোয়াড়দের চেক বাউন্সের মত ঘটনাও ঘটেছিল।
এত নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে দেশীয় খেলোয়াড়দের ৭৫ শতাংশ টাকা পরিশোধ করেছে দলটি। এই নিয়ে তিন দফায় খেলোয়াড়দের বেতন দিলো ফ্রাঞ্চাইজিটি। বাকি ২৫ শতাংশ বেতন ৮ মার্চের মধ্যে দিয়ে দেওয়ার জন্য সময় বেধে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)।
মাঠে সমালোচনা থাকলেও এবারের বিপিএলের শেষার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল রাজশাহী। খুলনা টাইগার্সের সমান পয়েন্ট নিয়েও রান রেটে পিছিয়ে থেকে প্লে-অফ খেলার স্বপ্ন ভঙ্গ হয় তাসকিনের দলের।