এশিয়ায় সর্বনিম্ন স্কোর অস্ট্রেলিয়ার, শ্রীলঙ্কার দাপুটে জয়

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৬:০২ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে ফেবারিটের তকমা নিয়ে খেলতে যাবে অস্ট্রেলিয়া। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কার কাছে ওয়ানডেতে ধরাশায়ী হলো অজিরা।

ঘরের মাঠ টেস্ট সিরিজে অজিদের সামনে দাঁড়াতেই পারেনি লঙ্কানরা। সে শোধটা অবশ্য নিতে খুব একটা দেরী করলো না তারা। দুই টেস্ট হারের বিপরীতে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের করে নিলো স্বাগতিকরা। আজ কলম্বোয় ‍সিরিজের শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ১৭৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে স্টিভ স্মিথের দল।

এই ফরম্যাটে রানের হিসাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার সবচেয়ে বড় জয় এটিই। এর আগে সর্বোচ্চ ৮২ রানে জিতেছিল ২০১৬ সালে, কলম্বোতে।
 
এদিন টসে জিতে ব্যাটিংয়ে নেমে কুশাল মেন্ডিসের সেঞ্চুরিতে ২৮১ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০৭ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। এশিয়ায় তাদের আগের সর্বনিম্ন ছিল ১৩৯ রান। ১৯৮৫ সালে শারজাহতে ভারতের বিপক্ষে ও ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে এই স্কোর গড়েছিল তারা।

অবশ্য অস্ট্রেলিয়া এদিন গড়েছে এক লজ্জার রেকর্ড। ওয়ানডেতে এশিয়ায় এটিই অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর। ২৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ৮ জন ব্যাটারই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। ৭৯ রানে চতুর্থ উইকেট হারানোর পর আর মাত্র ২৮ রান করতেই অল-আউট হয়ে যায় অজিরা। আর তাতেই দুই ম্যাচের ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কা জিতেছে ২-০ ব্যবধানে।
 
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ২৮১/৪(মেন্ডিস ১০২, আসালাঙ্কা ৭৮*; অ্যাবট ১/৪১)।
অস্ট্রেলিয়া: ১০৭/১০(স্মিথ ২৯, ইংলিশ ২২; ভেল্লালাগে ৪/৩৫, হাসারাঙ্গা ৩/২৩)।
ফল: শ্রীলঙ্কা ১৭৪ রানে জয়ী।
ম্যাচসেরা: কুশল মেন্ডিস।
সিরিজসেরা: চারিত আসালাঙ্কা

খেলার দুনিয়া | ফলো করুন :