পরিবার নেওয়ার আবেদন নাকচ
ভারতীয় দলের টানা ব্যর্থতায় নড়ে বসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) খেলোয়াড়দের জন্য ১০ দফা আচরণবিধিও দিয়েছিল তারা। যার একটি হলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ক্রিকেটার পরিবার নিয়ে সফরে যেতে পারবেন না। তবুও গুঞ্জন উঠেছে, ভারতীয় এক ক্রিকেটার পরিবার সঙ্গে নিয়ে যাওয়ার আবেদন করেছিলেন। যদিও বিসিসিআই তার আবেদন নাকচ করে দিয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ৯ মার্চ পর্যন্ত। মাত্র ১৯ দিনের সফর। এত কম সময়ের সফরে পরিবার নিয়ে যাওয়ার নিয়ম নেই বলে জানিয়েছে বোর্ড। নিয়মের বাইরে গিয়ে কিছু করা যাবেনা বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বোর্ড থেকে।
তবে পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য যে খরচ হবে তা যদি ঐ ক্রিকেটার নিজে বহন করে, তাহলে বোর্ড ভেবে বিষয়টা ভেবে দেখবে।
বিসিসিআইয়ের এক কর্তা বলেন, ‘আপাতত এমন কোনো নিয়ম নেই। যদি কিছু পাল্টায় তা হলে আলাদা কথা। কিন্তু এখনকার নিয়ম অনুযায়ী ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবার চ্যাম্পিয়ন্স ট্রফি সফরে যাবে না। এক জন সিনিয়র ক্রিকেটার এই বিষয়ে খোঁজ নিয়েছিলেন। তাকে নিয়ম মনে করিয়ে দেওয়া হয়েছে। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি এক মাসেরও কম সময়ের, তাই এখানে খেলোয়াড়দের সঙ্গে পরিবারকে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। ব্যতিক্রম কিছু হলে সেই ক্রিকেটারকে পরিবারের খরচ দিতে হবে। বোর্ড কোনও খরচ দেবে না।’
যদিও ১০ দফা আচরণবিধি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবুও তারা যে এই নিয়ম চালু করতে চান সে বিষয়টা স্পষ্ট। যদিও এতে ক্রিকেটারদের মধ্যে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন।