উৎসবের রঙে শুরু অ্যাম্বাসি ক্রিকেট

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৮:৩১ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে শুরু হলো অ্যাম্বাসি ক্রিকেট কার্নিভালের। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে শুরু হয় সৌহার্দ্যমূলক এই ক্রিকেট প্রতিযোগিতা। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো: জসিম উদ্দিন (এনডিসি) উপস্থিত থেকে এই আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী ম্যাচে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের (ইরি) বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

দ্বিতীয়বারের মতো আয়োজিত হওয়া এই ক্রিকেট উৎসব শেষ হবে শনিবার। টুর্নামেন্টের গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে ৮ ওভার করে। সেমিফাইনাল ও ফাইনাল হবে ১০ ওভারের।

এই টুর্নামেন্টে মোট ১৪টি অ্যাম্বাসি, হাই কমিশন, আন্তর্জাতিক সংস্থা অংশ নিচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিনিধিত্ব করছে স্বাগতিক বাংলাদেশের। ভারত-পাকিস্তান ছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটিশ, মালয়েশিয়া হাই কমিশন, নরডিক দেশগুলোর মধ্যে ডেনমার্ক, সুইডেন, নরওয়ে মিলিত ভাবে একটি দল, ইউনাইটেড নেশন, ইইএনওপিএস, ইউরোপিয়ান ইউনিয়ন, ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক ও ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট (ইরি) থাকছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট উইংয়ের সচিব ড. মো: নজরুল ইসলাম, পাকিস্তান হাই কমিশনার সাইদ মারুফ, যুক্তরাষ্ট্র অ্যাম্বাসির পলিটিক্যাল অফিসার, ফার্স্ট সেক্রেটারি ম্যাথিউ টনকিন, ব্রিটিশ হাই কমিশনের কনস্যুলার নাথানিয়েল স্মিথ, ভারতীয় হাইকমিশনের নাভাল অ্যাডভাইজর বিক্রম চৌহান, সেভেন রিংস সিমেন্টের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন আতিক আকবর, বসুন্ধরা গ্রুপের এজিএম এ আর মল্লিক রনি, ব্যাক ইন মোশন এর চিফ মেডিক্যাল কনসালটেন্ট অ্যান্ড এমডি ডা. মো: আবদুল্লাহ ইউসুফ, ওয়ার্ল্ড ব্যাংকের হেড অব অ্যাডমিন এনামুল হক, গেম প্লে’র সিইও মাকসুম উল হোসেইন।

গেম প্লের অধীনে ২০১৮ থেকে প্রতি বছর অ্যাম্বাসি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ বছর গেম প্লে দ্বিতীয়বার ক্রিকেটের অ্যাম্বাসি কাপ হচ্ছে।

খেলার দুনিয়া | ফলো করুন :