চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইনজুরির মিছিল
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। প্রাথমিক দল দেওয়া হয়ে গেছে প্রতিটি দেশেরই। তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে চোট যেন পিছু ছাড়ছে না ক্রিকেটারদের। এখনও পর্যন্ত বিভিন্ন দলের ১০ জন খেলোয়াড় চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন। এবার তালিকাটা আরও দীর্ঘ হলো।
চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্স। করাচিতে ত্রিদেশীয় সিরিজের অনুশীলন চলাকালে চোটে পড়েন তিনি।
স্ক্যান করার পর জানা যায়, আগামী দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে কিউই পেসারকে। আর তাতেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন সিয়ার্স। সিয়ার্সের বদলে কিউই শিবিরে ডাক পেয়েছেন জেকব ডাফি।
এর আগে অস্ট্রেলিয়ার একাধিক ক্রিকেটার চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন। প্যাট কামিন্স, মিচেল মার্শ ও জশ হ্যাজেলউডকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাবেনা অস্ট্রেলিয়া। বর্তমান সময়ের সেরা পেসার জশপ্রিত বুমরাহও খেলতে পারবেন না ভারতের হয়ে। এ তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়া, ইংল্যান্ডের জেকব বেথেল, আফগানিস্তানের আল্লা গজনফর এবং পাকিস্তানের সাইম আয়ুব।
১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড।