চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই দেখবেন যেভাবে

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০১:৫৩ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। ১৯ ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্ট চলবে ৯ মার্চ পর্যন্ত। ১৯ দিনের এই ক্রিকেট মহারণ সম্প্রচারিত হবে বিশ্বের ৮০ টি দেশে। এক বিজ্ঞতিতে এমনটাই জানিয়েছে ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি।

এবারের আসরে অনুষ্ঠিত ১৫ ম্যাচই টিভি,রেডিও ও লাইভ টেলিকাস্ট তিনভাবেই দর্শক উপভোগ করতে পারবেন।আইসিসি টিভিতে সরাসরি বিশ্বের ৮০ টি দেশের দর্শক এ টুর্নামেন্ট দেখতে পারবেন। আইসিসির ওয়েবসাইট আইসিসি ক্রিকেট ডট কমেও দেখা যাবে লাইভ স্কোর।

বাংলাদেশের দর্শকরা নাগরিক টিভি ও টি-স্পোর্টসে দেখতে পারবেন চ্যাম্পিয়ন্স ট্রফি। এছাড়া টফি অ্যাপেও সাবস্ক্রিপশনের মাধ্যমে দেখা যাবে প্রতিটি ম্যাচ। এছাড়া রেডিও স্বাধীন ৯২.৪ এবং রেডিও ভূমি ৯২.৮ এ সরাসরি ম্যাচ বিরবণ শুনতে পারবেন দর্শকরা।

অন্যান্য দেশে সম্প্রচারের মাধ্যম

ভারত- জিও স্টার স্টার স্পোর্টস ও নেটওয়ার্ক ১৮
পাকিস্তান- পিটিভি এবং টেন স্পোর্টস
আরব আমিরাত- ক্রিকলাইফ ম্যাক্স ও ক্রিকলাইফ ম্যাক্স ২
ইংল্যান্ড- স্কাই স্পোর্টস ক্রিকেট, স্কাই স্পোর্টস অ্যাকশন
যুক্তরাষ্ট্র- উইলোটিভি
অস্ট্রেলিয়া- প্রাইম ভিডিও
আফগানিস্তান-এটিএন
শ্রীলঙ্কা- মহারাজা টিভি

খেলার দুনিয়া | ফলো করুন :