পন্টিংকে জবাব দিলেন ফাহিম
পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইতোমধ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের বেশ পোহাতে হবে বলে মন্তব্য করেছিলেন সাবেক অজি তারকা রিকি পন্টিং। যদিও দেশছাড়ার আগে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামার কথা বলেছেন শান্ত। পন্টিংয়ের মন্তব্য নিয়ে মুখ খুললেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশে দলের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক অনুষ্ঠানে অজি তারকা রিকি পন্টিং বলেছিলেন,‘ আমার ধারণা তাদের সংগ্রাম করতে হবে। দলটিতে সেরকম মান আছে বলে মনে হচ্ছে না। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্য দলগুলোর সাথে তুলনা করলে। এখন দলটিতে কোয়ালিটির অভাব আছে মনে হচ্ছে। তারা তাদের আদর্শ হোম কন্ডিশন পেলে তখন তারা ভয়ংকর দল, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মতো কন্ডিশন পাবে বলে আমার মনে হয় না।'
পন্টিংয়ের মন্তব্য নিয়ে ফাহিম বলেন,‘ গত চার-পাঁচ মাসে বাংলাদেশ দলের যথেষ্ট উন্নতি হয়েছে। যেটা রিকি পন্টিং হয়ত দেখেননি বা ধারণা করতে পারেন নি।… তবে হ্যাঁ কিছু জায়গা ছিল যেখানে আমরা দ্রুত রান করতে পারতাম না। কিছু জায়গা ছিল যেখানে আমাদের কনফিডেন্সের অভাব ছিল। ওসব জায়গায় কিছুটা পার্থক্য বোধহয় এবার আমরা দেখতে পারব। অস্ট্রেলিয়ার সাথে খেলার সুযোগ হলে অস্ট্রেলিয়াকে কঠিন চ্যালেঞ্জ দিবে টাইগাররা।’
চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় দিন অর্থাৎ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা অভিযান শুরু করবে শান্তরা। পরের ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা।