বিয়ের ঘোষণা দিলেন জ্যোতি

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৬:৪২ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

প্রকৃতিতে ফাগুনের আগমনের মাঝে নিজের জীবনে ফাগুন আসার সুখবর দিলেন নিগার সুলতানা জ্যোতি। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খুললেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক। জানালেন খুব শীঘ্রই বিয়ে করছেন তিনি।

আজ শনিবার গণমাধ্যমে ২৭ বছর বয়সী জ্যোতি বলেন,‘আমি আগে থেকেই এনগেইজড, খুব শীঘ্রই বিয়ের পিড়িঁতে বসতে যাচ্ছি।’ যদিও এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেন নি তিনি।

২০২২ সালে বিয়ে নিয়ে তিনি বলেছিলেন, ‘কোনো ক্রিকেটার বিয়ে করব না আমি। ক্রিকেটাররা প্রচুর ব্যস্ত থাকে। আমি নিজেও ব্যস্ত থাকব। সেও যদি ব্যস্ত থাকে লাভ কী! একজনের তো ফ্রি থাকতে হবে। আবার বেশি ক্রিকেট বুঝলেও সমস্যা। জ্ঞান দিবে বেশি, এটা করো, ওটা করো। ব্যবসায়ী যে চাই ঠিক তা না, একজন সাধারণ মানুষ হবে। আমি চাই আমার মা-বাবাকে যেন সম্মান করে এমন মানুষ।’

বাংলাদেশ নারী দলের সুপারস্টার এই ব্যাটার দেশের জার্সিতে ওয়ানডে ম্যাচে অভিষেক করেন ২০১৫ সালে। তাতে এখন পর্যন্ত দেশের জার্সি গায়ে ৫৩ ম্যাচে করেছেন এক হাজার ৭৬ রান। একই বছরের সেপ্টেম্বরে পাকিস্তান নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষিক্ত হন তিনি। সেখানে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে মাঠে নেমেছিলেন জ্যোতি।

সবমিলিয়ে অধিনায়ক জ্যোতি ১০৯ ম্যাচে গড়ে ২৭.০২ করে করেছেন ২১৬২ রান।

খেলার দুনিয়া | ফলো করুন :