আশরাফুলের অধিনায়কত্বে মাঠে ফিরছেন তামিম
গত মাসে বিপিএলের মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তবে জাতীয় দল থেকে অবসর নিলেও ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলবেন তামিম।আগামী মাসে আবারও বাংলাদেশের জার্সিতে দেখা যাবে সাবেক বাংলাদেশ দলের এই ওপেনারকে।
আগামী ১০ মার্চ থেকে শুরু হবে এশিয়ান লিজেন্ডস লিগ। যেখানে বাংলাদেশের হয়ে খেলবেন সদ্য জাতীয় দল থেকে অবসর নেওয়া তামিমও। এ টুর্নামেন্টকে সামনে রেখে মোহাম্মদ আশরাফুলকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বাংলাদেশ। আর কোচ হিসেবে রাখা হয়েছে সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা হার্শেল গিবসকে।
শুরুর দিনই সন্ধ্যা ৭টায় খেলবে ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ছাড়া ১১ মার্চ আফগানিস্তান পাঠানস, ১২ মার্চ এশিয়ান স্টারস এবং ১৪ মার্চ শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে খেলবে টাইগাররা।
বাংলাদেশ টাইগার্স স্কোয়াড
মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম ও নাজিমউদ্দিন।