সাকিবকে ছেড়ে দিল নাইট রাইডার্স!

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৭:৫৪ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

সময়টা ভালো যাচ্ছে না দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। বাংলাদেশের জার্সিতে খেলতে নামা একপ্রকার অনিশ্চিত এখন। সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলতে পারেননি। বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন বেশ কিছুদিন আগে। এর মাঝে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সেও জায়গা হারিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এ অলরাউন্ডার।

গত মৌসুমে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব। তবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি টাইগার অলরাউন্ডার। যার কারণে সামনের মৌসুমের জন্য সাকিবকে দলে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি।

গত আসরে লস অ্যাঞ্জেলসের হয়ে চার ম্যাচে ১৫ গড়ে সাকিব করেছিলেন মাত্র ৬০ রান। বল হাতেও ছিলেন নিষ্প্রভ। চার ম্যাচে নিয়েছিলেন মাত্র এক উইকেট। এমন পারফরম্যান্সের পর তার উপর ভরসা হারিয়েছে দলটি।

সাকিবকে ছেড়ে দিলেও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ার পেসার স্পেন্সার জনসনকে রিটেইন করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

আগামী ১৯ ফেব্রুয়ারী হবে এমএলসির ড্রাফট। সেখানে দল পাওয়ার সুযোগ থাকবে সাকিবের সামনে।

খেলার দুনিয়া | ফলো করুন :