মেরিনোর জোড়া গোলে জিতল আর্সেনাল
ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের আরো একধাপ কাছে এগিয়ে আর্সেনাল। বদলি নামা মিকেল মেরিনোর জোড়া গোলে শেষপর্যন্ত লেস্টার সিটিকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে লিভারপুল। দারুণ এ জয়ে টেবিল টপার লিভারপুলের চেয়ে মাত্র ৪ পয়েন্ট পিছিয়ে আছে গানার্সরা।
লেস্টারের ঘরের মাঠে আজ শনিবার শুরু থেকে বেশ ভুগছিল গানার্সরা। তবে রাহিম স্টারলিংয়ের বদলে মাঠে নামা মেরিনোর ফক্সদের ফার পোস্টে ঢুকে ডেডলক ভাঙ্গলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
ম্যাচের ৮১ মিনিটে ইংলিশ মিডফিল্ডার নওয়ানেরির ক্রসে বক্সে সবার ওপরে লাফিয়ে হেডে দলকে (১-০) এগিয়ে নেন স্প্যানিশ মিডফিল্ডার মেরিনো। ম্যাচের তিন মিনিট বাকি থাকতে আবারো গোলের দেখা পায় গানার্সরা। এবার বাঁ দিক দিয়ে ওঠা আক্রমণে দ্বিতীয় গোল পেয়ে যায় তারা। লিয়ান্দ্রো ট্রোসার্ডের বক্সে দূরের পোস্টে বাড়ানো ক্রস পেয়ে নীচু শটে জয় নিশ্চিত করে ফেলেন ২৮ বছর বয়সী মেরিনো।
সমতায় ফেরার চেষ্টা করেও লাভ করতে পারল না ফক্সরা। তাতে ঘরের মাঠে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ১৬ তম হারের দেখা পেল লেস্টার। আর এ জয় দিয়ে শিরোপায় চোখ রাখছে আর্সেনাল। চলতি মৌসুমে ২৫ ম্যাচে ১৫ জয় ও ৮ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুইয়ে আছে আর্সেনাল। যেখানে তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রেডসরা।