বাংলাদেশ অঘটন ঘটাতে পারে- জানালেন ভিলিয়ার্স

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:৪৩ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

এবার এক নতুন বাংলাদেশ দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে উড়াল দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। যেখানে নেই চিরচেনা সাকিব আল হাসান কিংবা তামিম ইকবালদের মতো সিনিয়র দুই খেলোয়াড়। যে কারণে বাংলাদেশ দলকে সেমিতে দেখছেন না সাবেক প্রেটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স

বাংলাদেশ দল নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন,‘বাংলাদেশের নেতৃত্বে রয়েছে নাজমুল হোসেন শান্ত। সে দারুণ ধারাবাহিক। এ কারণেই বাংলাদেশিরা তাকে অধিনায়ক হিসেবে পেয়ে খুশি হবে। সামনে থেকে নেতৃত্ব দিতে পারে। মুশফিকুর রহিম দারুণ একজন অভিজ্ঞ ক্রিকেটার। বেশ ব্যালেন্সড একটি দল। দারুণ দল। তবে আমি মনে করি না এটি টুর্নামেন্ট জেতার মত কোনো দল। যদিও কিছুটা খারাপ লাগতে পারে কথাগুলো শোনাতে।’

এ সময় তিনি আরো বলেন, ‘আমার মনে হয় না তারা নক আউট পর্ব পার করতে পারবে। এটা বলার জন্য হয়ত বাংলাদেশের সমর্থকরা আমার উপর ক্ষুব্ধ হতে পারেন তবে এটাই সত্য। তবে তাদের সামর্থ্য আছে অঘটন ঘটানোর, কোনো একটি বড় দলকে হারিয়ে দেওয়ার। এটাই সত্যি কথা। তারা ভালো দল, তবে আমার মতে, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার মত দল এটি নয়। বাংলাদেশকে এই টুর্নামেন্টের জন্য শুভকামনা।’

এর আগে অবশ্য একই সুরে কথা বলেছিলেন সাবেক অজি তারকা রিকি পন্টিং। কিন্তু সে কথার প্রেক্ষিতে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছিলেন, বিগত পাঁচ-ছয় মাসে বাংলাদেশ দল ভাল উন্নতি করেছে। যেটা হয়ত রিকি পন্টিং জানেন না।

শান্তদের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু হবে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ের মাটিতে। এরপর নিউজিল্যান্ড আর স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

খেলার দুনিয়া | ফলো করুন :