চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের সেরাটা দিতে চান জাকের

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১০:৫১ এএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো পারফর্ম করাটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজে দিবে বলে বিশ্বাস করেন বাংলাদেশি ব্যাটার জাকের আলী। তাতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে নতুন কিছু দেওয়ার আশায় বুক বাধছেন টাইগার এই ব্যাটার।

সেবার ইন্ডিজ সফরে চার ইনিংসে দলের হয়ে ১৭৬ রান করেছেন তিনি। যার মধ্যে ছিল ৯১ রানের ক্যামিও ইনিংসও,যেটি বাংলাদেশকে দুই ম্যাচের টেস্ট সিরিজ সমতায় আনতে সাহায্য করেছিল। ডানহাতি এই ব্যাটার সিরিজের মেষ টি টোয়েন্টিরে শেষ ম্যাচে ৭২ রান করে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে সিরিজ জেতানোর নায়কও ছিলেন তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে তিনি বলেন,‘পাকিস্তানে খেলা ভালো লাগে। আমরা সবাই জানি পাকিস্তানের উইকেটগুলো ব্যাটিংয়ের জন্য সেরা। তাই, আমি মনে করি সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। যদি আমরা ভাবি যে রান এমনিএমনি  চলে আসেবে, তবে সেটা সমস্যা হবে। আমাদের সঠিক পরিকল্পনা নিয়ে যেতে হবে। আমি মনে করি ওয়ানডে একটি খুব হিসেবী খেলা।’

ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে তিনি বলেন,‘আমি সত্যিই অপেক্ষায় আছি। সবচেয়ে বড় ম্যাচটি হচ্ছে প্রথম ম্যাচ, আমি মনে করি এটা আমাদের জন্য ভালো। যদি আমরা ম্যাচটি জিততে পারি, তবে টুর্নামেন্টটি আমাদের হাতের মুঠোয় চলে আসবে। আইসিসি ইভেন্টে সবাই সমান এবং সত্যি বলতে, চাপের দিক থেকে দ্বিপাক্ষিক সিরিজ এবং আইসিসি ইভেন্ট দুটি আলাদা বিষয়। তাই আমাদের দল হিসেবে আমাদের ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করার চেষ্টা করতে হবে। যদি তোমাকে শীর্ষ স্তরে পারফর্ম করতে হয়, তাহলে সেরা বোলারদের উপর আধিপত্য করতে হবে। আমার সেই প্রস্তুতি আছে। যে কেউ বোলিং করতে আসুক, আমি ব্যাট হাতে আমার করার চেষ্টা করব। সত্যি বলতে, আমি সবসময় আমার খেলা সম্পর্কে চিন্তা করি। আমার পরিকল্পনা আছে সেই অনুযায়ী পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেব।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাকেরদের সঙ্গে সমানতালে পরিশ্রম করছেন প্রধান কোচ ফিল সিমেন্স। তাকে নিয়ে জাকের বলেন,‘তিনি (সিমন্স) এখন পর্যন্ত আমার সাথে ভালো ছিলেন। তিনি একজন শান্ত স্বভাবের মানুষ। তিনি খুবই নির্দিষ্ট এবং আমাদের মাঠে স্বাধীনতা দেন। এটা আমাদের জন্য একটি ভালো বিষয়। তিনি মিটিংয়ে আগেই সবকিছু বলেন এবং চুপচাপ থেকে সবকিছু লক্ষ্য করেন। অনুশীলনেও তিনি চুপচাপ বসে থেকে সবকিছু পর্যবেক্ষণ করেন। তিনি চান যে, প্রশিক্ষণে ১০০% পরিশ্রম হোক যাতে আমরা জিততে পারি।’

 

 

 

 

 

খেলার দুনিয়া | ফলো করুন :