‘মিনি রদ্রির’ উপর ভরসা রাখছেন গার্দিওলা
নিউক্যাসলকে গতকাল শনিবার ৪-০ গোলের ব্যবধানে হারানোর নায়ক সিটির নিকো গঞ্জালেসের ওপর ভরসা রাখছেন সিটি ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা। এই ম্যাচ দিয়ে অভিষিক্ত গনজালেজকে ‘মিনি রদ্রি’ হিসেবে দেখছেন সিটি কোচ।
গেল বছর ব্যালন ডি’অর জয়ী রদ্রিকে ছাড়া মাঠে বেশ ভুগতে হচ্ছে সিটিকে। গত সেপ্টেম্বরে পাওয়া চোটের কারণে মাঠের বাইরে আছেন তিনি। যে কারণে চলতি মৌসুমে খুব একটা সুবিধা করতে পারছে না গত চার মৌসুমে টানা শিরোপা জেতা সিটি। লিগ টেবিলে টেবিল টপার লিভারপুলের চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে ৪র্থ স্থানে আছে তারা।
নিউক্যাসলকে হারিয়ে প্রফুল্ল মেজাজে থাকা গার্দিওলা বলেন,‘ আমি মনে করি, নিকোর উপস্থিতি আমাদের অনেক সাহায্য করেছে। আমি মনে করি ভবিষ্যতের জন্য একটি অসাধারণ খেলোয়াড় সই করেছে ক্লবা কর্তৃপক্ষ। সে বার্সেলোনার অ্যাকাডেমিতে ছিল এবং বার্সেলোনার অ্যাকাডেমি হল বিশ্বে সেরার একাডেমির মধ্যে একটি। সেখানে তারা নিজের সম্পর্কে ধারণা, শরীরের আকার, বল পাস করা সংক্রান্ত টেকনিক শেখায়।’
এ সময় তিনি আরো বলেন,‘ আমি মনে করি, পোর্তো আর সের্জিও কনসেইসাও আমাদের অনেক সাহায্য করেছেন। নিকোর ফুটবলে আক্রমণাত্মক হওয়া, স্মার্ট হওয়া এবং বিভিন্ন ধরনের খেলার কৌশল শিখেই ক্লাবে এসেছে। সে খুবই তরুণ মাত্র ২৩ বছর, সে একজন মিনি-রদ্রি। কিভাবে সে কথা বলে, তার ব্যক্তিত্ব। এক মুহূর্ত ছিল যখন সে আর্লিং (হাল্যান্ড) কে সঠিকভাবে কিছু করতে, এমন কিছু করতে নির্দেশনা দিচ্ছিলঅ এটা ভেবেই ভাল লাগে যে ঠিক আছে, পরবর্তী ছয় বা সাত বছরে আমরা রোদ্রি পাব, আমরা তাকে পাব।' এটা আমাদের আরও উপস্থিতি এবং আরও স্থিরতা দেবে, যা এই মৌসুমে, অবশ্যই, আমরা মিস করেছি (যদি সে আগে আসত)।’
উল্লেখ্য পোর্তো থেকে £৫০ মিলিয়ন ফিতে ($৬২ মিলিয়ন)মৌসুমের মাঝামাঝিতে ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে সিটিতে যোগ দেন নিকো। আর প্রথম ম্যাচেই ম্যাগপাইদের বিরুদ্ধে সিটির হয়ে মৌসুমের অন্যতম সেরা পারফরম্যান্সে খুব দ্রুত নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হন তিনি।