ফর্ম ফেরাতে টাইগার্স ক্যাম্পে লিটন

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১২:৪৪ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পাওয়া লিটন কুমার দাস এবার ফিরছেন বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে। মূলত ঢাকা প্রিমিয়ার লিগের আগে হারানো ফর্মে ফেরাতে মাঠে মনোযোগ দিচ্ছেন তিনি। আজ রোববার সকালে মিরপুরে হোম অব ক্রিকেটে দেখা গেছে লিটনকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কয়েকটি ম্যাচে নিজেকে ছাড়িয়ে গিয়েছিলেন লিটন। তবে শেষদিকে এসে আবারো নিষ্প্রভ হয়ে যায় তার ব্যাট। তাতে জায়গা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। তবে জায়গা না হলেও থেমে নেই তিনি। ছুটি কাটিয়ে মাঠে ফিরছেন, যোগ দিয়েছেন বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিদেশী কোচরা বাইরে থাকায় এবারের টাইগার্স ক্যাম্প পরিচালনা করছেন দেশের কোচরা। যেখানে তত্ত্বাবধানে আছেন সোহেল ইসলাম। শুরুটা ফিটনেসের কাজ দিয়ে হলেও পরে টেকনিক অনুশীলন করবেন ক্রিকেটাররা। ক্যাম্পের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেন, ‘প্রিমিয়ার লিগের আগের যে সময়টা আছে, তখন যেন জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটাররা অনুশীলনের ভেতর থাকতে পারে। লিগ শুরু হলে সবাই নিজেদের দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন।’

৩ মার্চ থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। লিগের দলবদল হবে ২২ ও ২৩ ফেব্রুয়ারি। গত কয়েক মৌসুমের মতো এবারও সরাসরি চুক্তিতে ক্রিকেটারদের দলে নিচ্ছে ক্লাবগুলো। আবাহনীর দীর্ঘদিনের কোচ খালেদ মাহমুদ সুজন এবারের মৌসুমে দলটির কোচ হিসেবে থাকছেন না। তার জায়গায় দলটির কোচ হয়েছেন বিসিবি থেকে পদত্যাগ করা হান্নান সরকার। প্রিমিয়ার লিগে নাম রেখানো নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের কোচ হয়েছেন সুজন।

খেলার দুনিয়া | ফলো করুন :