চোটের কারণে বিরতিতে জয়সওয়াল

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০১:৩৮ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চোটে পড়া খেলোয়াড়দের তালিকা ক্রমেই লম্বা হচ্ছে ভারত শিবিরে। সেখানে এবার নতুন করে নাম লেখালেন ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়াল। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির রিজার্ভ থেকেও বাদ পড়ছেন তিনি।

দল ঘোষণার আগে চোটে পড়ায় স্কোয়াডে রিজার্ভ হিসেবে ছিলেন তিনি। তবে সেই ধাক্কা কাটিয়ে না উঠতেই আবারও চোটে পড়লেন তিনি। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে মাঠে নামার আগেই গোড়ালিতে চোট পেয়ে গেলেন দলের ওপেনার যশস্বী।

নাগপুরে বিদর্ভের বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে মুখিয়ে ছিলেন তিনি। তবে তার আগেই চোটের ধাক্কায় সেই স্বপ্ন অধরা রয়ে গেল তার। আজ রোববার অনুশীলন চলাকালে বাঁ-পায়ের গোড়ালিতে যন্ত্রণা অনুভব করেন তিনি। তারপরই ছুটে আসেন টিমের চিকিৎসকরা। তারা সাফ জানিয়ে দেন, তাকে নিয়ে ঝুঁকি না নেওয়ায় ভালো হবে।

চোটের কারণে আপাতত যশস্বীকে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে যেতে হবে। জানা গেছে সোমবার সেখানে যাবেন তিনি। সেখানে চোটে পড়া ভারতীয় পেসার যশপ্রীত বুমরাহও রিহ্যাব করছেন। যশস্বীর এই চোট অবশ্য ভারতীয় দলের জন্য বড় ধাক্কা নয়।

কারণ যশস্বী চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সদস্য নন। দলে নন ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়েছে তাকে। যার উদ্দেশ্য ছিল কোনো সময় মূল দলের কেউ চোট পেলেই তার জায়গা মাঠে নামবেন তিনি। তবে আজকের চোটের জন্য সম্ভবত সেই সম্ভাবনা মাঠে মারা গেল গৌতম গম্ভীরের।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা অভিযান শুরু করবে রোহিতরা। যেখানে আবার চির-প্রতিদ্বন্দী পাকিস্তানের মুখোমুখি হবে তারা।

খেলার দুনিয়া | ফলো করুন :