প্রিমিয়ার লিগের সেরা গোলকিপার এডারসন

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০২:৩৭ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

ইংলিশ প্রিমিয়ার লিগের এবার অন্যরকম এক রেকর্ড গড়লেন ম্যান সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন মোরায়েস। গোলরক্ষকের কাজ সাধারণত গোলদ্বার রক্ষা করা হলেও সতীর্থকে গোল করতে অ্যাসিস্ট করে রেকর্ড গড়েছেন ব্রাজিলের এই গোলকিপার। লিগ ইতিহাসে সর্বোচ্চ ৬টি অ্যাসিস্ট করেছেন তিনি।

নিউক্যাসলের বিপক্ষে মাঠে নেমে গতকাল শনিবার ৪-০ ব্যবধানে ম্যাচ জেতে ম্যান সিটি। আর এই ম্যাচে প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ৬টি গোলে অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন সিটির গোলরক্ষক এডারসন।

ক্যাসলের বিপক্ষে ম্যাচের ১৯তম মিনিটে সিটির মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশ প্রথম গোলটি করেন। ওই গোলে সেলেসাও তারকা এডারসন নিজেদের বক্স থেকে বেশ বাইরে থেকে বল ভাসিয়ে মারেন প্রতিপক্ষের অর্ধে। সেই বলটি ক্যাসলের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে লং শটে গোলমুখ ভেদ করেন মারমুশ। গোল নিশ্চিত হয়েই এডারসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উদযাপনে মাতেন ডিফেন্ডাররা। তাতে বোঝা যাচ্ছিল সিটির খেলোয়াড়রা লিড নেওয়ার মূল কীর্তিটি দিচ্ছেন এডারসনকে। হয়ে যায় রেকর্ডও।

এডারসনের আগে প্রিমিয়ার লিগ ইতিহাসে ৫ গোলে অ্যাসিস্ট করা গোলরক্ষক ছিলেন পল রবিনসন। তাকে ছাড়িয়ে যাওয়া এডারসন শুধু এই মৌসুমেই বতর্মান ম্যাচ অবধি ৩টি অ্যাসিস্ট করেছেন। এডারসনের কাছে প্রথমস্থান হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে যাওয়া রবিনসন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন লিডস ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পার, ব্ল্যাকবার্ন রোভার্স ও বার্নলির হয়ে।

ম্যান সিটির হয়ে সবমিলিয়ে ৭টি গোলের সহায়তা করেছেন এডারসন। যেখানে প্রিমিয়ার লিগে ৬ এবং চ্যাম্পিয়ন্স লিগে ১টি।। ইপিএলে তিনবার গোল্ডেন গ্লাভসও জেতার পাশাপাশি ইতোমধ্যে লিগের ইতিহাসে অন্যতম সেরা গোলরক্ষকও ঘোষিত হয়েছেন তিনি।

খেলার দুনিয়া | ফলো করুন :