চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ হবে শান্তর?

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৬:১৩ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু করবে বাংলাদেশ। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে জানিয়েছেন চ্যাম্পিয়ন হতেই যাচ্ছেন এবারের আসরে।

গত আসর সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। তাই দলকে নিয়ে শান্তর প্রত্যাশার পারদ টাও হয়তো উপরে। তবে দলের শক্তিমত্তা ও বাস্তবতা বলছে অন্য কথা।

বাংলাদেশ দলের শক্তি

চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলের সবথেকে বড় শক্তি অভিজ্ঞতা। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা ৬ জন ক্রিকেটার খেলছেন এ দলে। অস্ট্রেলিয়ার পর যা সর্বোচ্চ। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের অভিজ্ঞতা ও তরুণদের জয়ের ক্ষুধা এগিয়ে রাখবে টাইগারদের। তাছাড়া এটা বাংলাদেশ দলের সবথেকে প্রিয় ফরম্যাট। তাসকিন আহমেদের সাম্প্রতিক ফর্ম ও মেহেদি হাসান মিরাজের অলরাউন্ডিং পারফরম্যান্স বাড়তি সুবিধা দেবে বাংলাদেশকে। আগের আসরে সেমিফাইনাল খেলার আত্মবিশ্বাসও শক্তি যোগাবে টাইগারদের।

বাংলাদেশ দলের দুর্বলতা

বাংলাদেশ দলের ভালো করার সবথেকে বড় বাধা গ্রুপ পর্বের কঠিন প্রতিযোগিতা। বাংলাদেশের গ্রুপে আছে ভারত, স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। এদের টপকে সেমিফাইনাল খেলা খুব একটা সহজ হবেনা টাইগারদের জন্য। তাছাড়া ভারতের বিপক্ষে সবসময় ভালো খেলা লিটন কুমার দাসও দলে নেই। সাকিব আল হাসান ও তামিম ইকবালের না থাকা দলের জন্য বড় ধাক্কা। অধিনায়ক শান্তও বিপিএলে দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন মাত্র ৫ ম্যাচ। বোলিংয়ে মুস্তাফিজুর রহমানের আগের সেই ধার আর নেই। এছাড়া প্রস্তুতিরও বড় একটা ঘাটতি আছে যেটা প্রধান কোচ সিমন্সও স্বীকার করেছেন। ওয়ানডেতে সাম্প্রতিক ফর্মও ভালো না বাংলাদেশের। শেষ ছয় ম্যাচের মধ্যে জিতেছে মাত্র এক ম্যাচ।

সবমিলিয়ে শান্তর প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। ঘটতে পারে যে কোনো অঘটন। বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়ে ফিরবে এ প্রত্যাশা দেশের ১৬ কোটি মানুষের।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান শাকিব, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন ইমন।

খেলার দুনিয়া | ফলো করুন :