পাকিস্তানের স্টেডিয়ামে নেই ভারতের পতাকা

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১২:২৫ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। এবারের আসরের মূল আয়োজক পাকিস্তান। স্বাভাবিকভাবেই সবগুলো ম্যাচ হওয়ার কথা ছিল পাকিস্তানেই। তবে বাধা হয়ে দাঁড়ায় ভারত। পাকিস্তানে খেলতে যাবে না বলে জানিয়ে দেয় রোহিত শর্মার দল। যে কারণে এবারের আসর আয়োজন করতে হচ্ছে হাইব্রিড মডেলে।

ভারতই একমাত্র দল যারা পাকিস্তানে আয়োজিত আসর নিয়ে আপত্তি জানিয়েছিল। এমন কি জার্সিতেও পাকিস্তানের নাম রাখবেনা বলেও গুঞ্জন উঠেছিল। তবে তা আর সম্ভর হয়নি। একপ্রকার বাধ্য হয়েই জার্সিতে পাকিস্তানের নাম লিখে খেলতে নামবে ভারতীয় দল। এমনকি অধিনায়কদের নিয়ে ফটোশেসন আয়োজিত হলে সেখানে রোহিত যাবেন না বলেও জানানো হয়। যদিও এবছর ফটোশেসন আয়োজিত হয়নি।

ভারতের এত কাণ্ডের জবাব দিতেও ভুল করলো না পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দেখা গেল অন্য এক চিত্র। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া ৮ দলের ৭ দলের পতাকাটা উড়ছে স্টেডিয়ামে। শুধুমাত্র সেখানে নেই ভারতের পতাকা। ধারণা করা হচ্ছে ভারতীয় দল যেহেতু পাকিস্তানে যাচ্ছেনা, তাই ভারতের পতাকাও লাগানো হয়নি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

এ ঘটনাকে ঘিরে ভারতীয় গণমাধ্যমে তৈরি হয়েছে চাঞ্চল্য। হিন্দুস্থান টাইমস লিখেছে, গাদ্দাফি স্টেডিয়ামে ভারতের পতাকা না রাখাকে সমর্থকেরা বিসিসিআইয়ের পাকিস্তানে দল না পাঠানোর বিরুদ্ধে পাকিস্তানের জবাব হিসেবে দেখছেন।

এবারের আসরে ভারত খেলছে ‘গ্রুপ-বি’তে। যেখানে ২০ ফেব্রুয়ারি তাদের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। এই গ্রুপের অপর দুই দল পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।

খেলার দুনিয়া | ফলো করুন :