রিয়ালের বিপক্ষে জয় দেখছেন না গার্দিওলা

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০১:২৯ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

একসময় পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে হারতে দেখা যেত খুবই কম সময়। টানা চারবার ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার রেকর্ডও তাদের দখলে। টানা পঞ্চম শিরোপা জয়ের লড়াইংয়ে এসেই যেন পথ হারালো গার্দিওলার দল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে ৩-২ ব্যবধানে হেরে বসে গার্দিওলার দল। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলেও আছে চারে। লিগ জয়ের স্বপ্ন এখন অনেকটাই হাতের নাগালের বাইরে। দলের দুরাবস্থার কথা নিজেও জানেন সিটি কোচ। আর তাই জানিয়ে রাখলেন মাদ্রিদের বিপক্ষে তার দলের জয়ের সম্ভাবনা মাত্র ১ শতাংশ।

আগামী ২০ ফেব্রুয়ারি (বুধবার) দ্বিতীয় লেগে মাদ্রিদের মাঠ বার্নাব্যুতে পিছিয়ে থেকে মাঠে নামবে সিটি। এ ম্যাচ সম্পর্কে সিটির জয়ের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে গার্দিওলা বলেন,'সবাই জানে বার্নাব্যুতে এই অবস্থা থেকে জয় কতটা কঠিন। আমাদের বড়জোর ১ শতাংশ সুযোগ আছে ফলাফল আমাদের পক্ষে আনার।’

তিনি আরও যোগ করেন,'তবে আমাদের সুযোগ যত কমই হোক না কেন,আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করবো। আমরা আগে এমন করতে পেরেছি কিন্তু এবারের মৌসুমে বাস্তবতা বলছে ভিন্ন কথা। এ মৌসুমের পুরোটা আমরা খুবই বাজে খেলেছি’।

প্রিমিয়ার লিগের গত ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে ৪-০ তে জিতেছে সিটি। কিন্তু গার্দিওলা তাতেও মাদ্রিদকে হারানোর ভরসা পাচ্ছেন না।

খেলার দুনিয়া | ফলো করুন :