৪২তম জন্মদিনে না থেকেও আছেন রুবেল

৪২তম জন্মদিনে না থেকেও আছেন রুবেল

নামের পাশে শত শত উইকেট কিংবা হাজার হাজার রান, কত কত ম্যান অব দ্য ম্যাচ–কত কী পুরস্কার! অনেক কিছুই আছে। শুধু একজন মোশাররফ রুবেলই নেই। দুনিয়াতে এসেছিলেন ৪২ বছর আগে; আর মায়া ত্যাগ করেছেন বছর দেড়েক আগে। এর মাঝে জন্মদিনের ক্যালেন্ডারের পাতা উল্টেছিলো একবার। আজ সেটা হলো দুই। সবমিলিয়ে ৪২ বার।

দেশের হয়ে হয়ে অর্জন কী? কত রান করেছেন? কত উইকেট নিয়েছেন এসবের হিসেব সব ক্ষেত্রে করতে নেই। আর হিসেব করেই বা কী হবে? জীবন যে সেই হিসেবের তোয়াক্কা একদমই করে না। জীবনের কাছে সবই যে শূন্য। তবে একটা গর্ব তো রুবেল করেছেনও বটে। লাল সবুজের বাংলাদেশের জার্সিটা যে গায়ে জড়ানোর সৌভাগ্য সবার হয় না। অন্তত এই একটা তৃপ্তি তো ছিলই শেষ নিঃশ্বাস ত্যাগের আগে।

বাংলাদেশের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি। দুই হাজার আটে শুরু। এরপর দুই হাজার ষোলতে শেষবার ফেরা। তবে ঘরোয়া ক্রিকেটের যে হটকেক ছিলেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। ঘরোয়া ক্রিকেটে পৌনে ছয়শো উইকেট আর পাঁচ হাজারের বেশি রান দেখেই ধারণা পাওয়া যায় কেমন অলরাউন্ডার ছিলেন। স্বীকৃত ক্রিকেট খেলেছেন ১৭ বছর। যেখানে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিয়েছেন প্রায় চারশো উইকেট। সাথে সাড়ে তিন হাজার রান।

সবমিলিয়ে ২০ বার ইনিংসে ৫ উইকেট, ২২ বার চার উইকেট; ২৪ ফিফটি আর ২ সেঞ্চুরি কিংবা তিন বার বিপিএল জয়... সংখ্যা গুলো দিয়ে হয়তো রুবেলকে পরিমাপ করা যাবে না। জীবনে কত কি অর্জন, কত শত জয়। কিন্তু জীবনের কাছেই যেন হেরে গেলেন, হেরে গেলেন ব্রেইন টিউমারের কাছে। তাও আবার মাত্র ৪০ বছরে। পরপারে পাড়ি জমানো রুবেলের কাছে এই শুভেচ্ছা পৌঁছাবে না। তবুও ৪২ এর শুভেচ্ছা রুবেল....

সম্পর্কিত খবর