যে কারণে অধিনায়কদের সঙ্গে বসেছিলেন ফারুক

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:১৮ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলছে পাকিস্তান শাহিনসের বিপক্ষে। এর মাঝে আজ ১৭ ফেব্রুয়ারি (সোমবার) মিরপুরে বিসিবি ভবনে জাতীয় দলের সাবেক অধিনায়কদের নিয়ে বৈঠক করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

হঠাৎ করে বৈঠক ডাকার কারণে ক্রিকেটপ্রেমী মানুষদের মাঝে কৌতুহল সৃষ্টি হয়। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সাবেক অধিনায়ক রাজিন সালেহ।

কি বিষয়ে বৈঠক ডাকা হয়েছে জানতে চাইলে সালেহ বলেন, ‘বৈঠকে সভাপতির সঙ্গে আমাদের মূলত বিপিএল নিয়েই কথা হয়েছে। আগামীতে কীভাবে বিপিএলটা আরও ডেভেলপ করা যায় ও ক্রিকেটের উন্নতি করা যায়, এসব নিয়েই কথা হয়েছে।’

সালেহ আরও যোগ করেন, ‘আমরা ৫-৬ জন ছিলাম। মোবাইলে আরও ২-৩ জন ছিলেন। আমাদের কথা ছিল বিপিএল কীভাবে আরও ডেভেলপ করা যায়, সূচিটা কীভাবে আপডেট করা যায়। বিপিএলে আগামীতে যেন আরও ভালো ফ্র্যাঞ্চাইজি আসে, ভালো টুর্নামেন্ট কীভাবে হবে, ভালো বিদেশি ক্রিকেটাররা আসবে, কখন তাদের পাব, ওই হিসেবে কথা বলা হয়েছে।’

বিপিএলের পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেট কীভাবে আরও উন্নতি করা যায় তা নিয়েও কথা হয়েছে বলে জানান সালেহ। তিনি বলেন, ‘সর্বোপরি বাংলাদেশ ক্রিকেট কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়েই আলোচনা করা হয়েছে। তবে বেশিরভাগ কথা হয়েছে বিপিএল নিয়েই।

খেলার দুনিয়া | ফলো করুন :