২০২ রানে অলআউট বাংলাদেশ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৬:৩০ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

আগামী ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আসরে ভারতে বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে তার আগে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের হতাশ করলো টাইগাররা। পাকিস্তানে শাহিনসের বিপক্ষে ১১.৪ ওভার বাকি থাকতেই মাত্র ২০২ রানেই অলআউট বাংলাদেশ। ৭০ বল আগেই ইনিংস শেষ।

দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষে তানজিম হাসান সাকিবের ৩০ রানে ভর করে ২০০ পেরিয়েছে টাইগাররা।

এর আগে বিপিএলে আলো ছড়ানো ওপেনার তানজিদ হাসান তামিম ফিরেছেন মাত্র ৬ রান করে। দলীয় ৫০ রানের মাথায় অধিনায়ক শান্ত সাজঘরে ফেরেন। দারুণ শুরু করা আরেক ওপেনার সৌম্য সরকার দলীয় ৬৩ রানে কাটা পরেন রান আউটের ফাঁদে। তার ব্যাট থেকে আসে ৩৫ রান।

মেহেদি হাসান মিরাজ ও তাওহীদ হৃদয় জুটি বড় রানের স্বপ্ন দেখালেও ১১৯ রানের মাথায় হৃদয় ফেরেন ২০ রান করে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। অভিজ্ঞ মুশফিকুর রহিমও ব্যর্থ এদিন। তার ব্যাট থেকে এসেছে মাত্র ৭ রান। জাকের আলী অনিক ৪ ও রিশাদ হোসেন করেছেন ১৪ রান।

১৩৭ রানে ৭ উইকেট হারিয়ে যখন দেড়শো রান হবে কিনা সে শঙ্কায় বাংলাদেশ,তখন দলের হাল ধরেন শাকিব ও নাসুম আহমেদ। শাকিব ৩০ ও নাসুমের ব্যাট থেকে আসে ১৫ রান।

বাংলাদেশ ব্যাটিং লাইন-আপ একাই ধ্বসিয়ে দিয়েছেন আলি রাজা। একাই নিয়েছেন ৪ উইকেট।

আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আসর শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

খেলার দুনিয়া | ফলো করুন :