রিশাদকে নিয়ে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে ওয়ার্ম আপ ম্যাচে পাকিস্তান শাহীনসের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে সেই ম্যাচে বল হাতে বেশ হিসেবী ছিলেন টাইগার স্পিনার রিশাদ হোসেন। তাই তাকে নিয়ে স্বপ্ন দেখছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
প্রস্তুতি ম্যাচে হারের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে কথা বলেন টাইগার অধিনায়ক শান্ত, সৌম্য সরকার ও তানজিম সাকিব। রিশাদকে নিয়ে আশাবাদী শান্ত বলেন, ‘আমি সত্যিই খুব করে চাই রিশাদ ফর্মে ফিরে আসুক, দলের রিস্ট স্পিনার সে। যদি সে ভালো বল করে আমাদের দল ভালো করতে পারে। কারণ, আমরা জানি পাকিস্তানে খুবই ভালো উইকেট থাকে। তো রিস্ট স্পিনার এই টুর্নামেন্টে খুবই গুরুত্বপূর্ণ হবে। আমি রিশাদের পারফরম্যান্সে দিকে তাকিয়ে আছি। কীভাবে সে এই টুর্নামেন্টে বল করে।’
দলের উদীয়মান পেসার তানজিম সাকিব বলেন, ‘আমার মনে হয় রিশাদ হোসেন আমাদের লেগ স্পিনার, অলরাউন্ডার। আমাদের জন্য বড় ভূমিকা রাখবে। সে সবসময় ব্রেক থ্রু দেয় এবং ব্যাট হাতে আমাদের প্রয়োজনের সময় রানও করেছে।’
রিশাদকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন সৌম্য সরকার। তিনি বলেন,‘রিস্ট স্পিনার সবসময়ই গেম চেঞ্জার। তাই আমরা রিশাদের দিকে তাকিয়ে আছি।’
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামী ২০ তারিখ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা অভিযান শুরু করবে টাইগাররা। পরের ম্যাচে নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন তারা।