চ্যাম্পিয়ন্স ট্রফিকে চাপ নয় দায়িত্ব মনে করছেন মিরাজ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১২:৩১ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

আট বছর পর আগামী ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামবে বাংলাদেশ। সেখানে এবার দলে নেই দেশের ক্রিকেটের পোস্টার বয় খ্যাত সাকিব আল হাসান। ফর্মহীনতায় দলে ডাক পাননি লিটন দাস। তবে দলে নতুন মুখ আছে বেশ কয়েকটা, যারা সম্ভাবনা ছড়াতে পারেন বাংলাদেশের হয়ে। সবমিলিয়ে দল নিয়ে কোনো চাপ অনুভব করছেন না জানিয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে সাক্ষাৎকারে মিরাজ বলেন, ‘যেহেতু আমরা আট বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছি, এটি আমাদের সবার জন্য চ্যালেঞ্জিং হবে। আমি যখন ২০১৭ সালে এই আসরের খেলেছিলাম তখন আন্তর্জাতিক ক্রিকেটে আমার যাত্রা শুরু করছিলাম। তখন আমাদের দলে অনেক সিনিয়র খেলোয়াড় ছিলেন। এইবারও কিছু সিনিয়র খেলোয়াড় আছে, তবে আমাদেরই সেই ভূমিকা পালন করতে হবে (যেটি সিনিয়ররা পালন করতেন)। তাই আমাদের পারফর্ম করতে হবে।’

এ সময় চাপ আছে কিনা প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অনেক দায়িত্ব আছে, তবে এটি আমাদের ওপর চাপ নয়। যেহেতু আমি সাত থেকে আট বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি, আমি জানি পরিস্থিতি কীভাবে সামলাতে হয়। এখন শুধু আমাকে ফোকাস করতে হবে। আমাদের হাতে সময় তেমন নেই। সম্প্রতি বিপিএল শেষ হয়েছে। এই ফরম্যাটে অনুশীলনের সুযোগ পাইনি, এবং বিশ্রামেরও বিষয় রয়েছে। তবে আশা করি, অভিজ্ঞতা কাজে আসবে।’

আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করবে বাংলাদেশ।

খেলার দুনিয়া | ফলো করুন :