সাকিব ভাই না থাকায় আমার কাছে প্রত্যাশা বেশী: মিরাজ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০১:০৭ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সাকিব আল হাসান। অবশ্য রাজনীতিতে জড়িয়ে ক্যারিয়ারের সর্বনাশ করেছেন তিনি। তবে তার জায়গায় অনেকেই বিকল্প হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম নিচ্ছেন। এ অবস্থায় সাকিব না থাকায় নিজের ওপর দলের প্রত্যাশা বাড়ছে বলে মন্তব্য করলেন টাইগার অলরাউন্ডার মিরাজ

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে সাক্ষাৎকারে মিরাজ বলেন,‘আমি সাকিব ভাই যখন ছিলেন, তখন আমি খেলেছি। এখন দায়িত্ব আমার উপর বেশি থাকবে এবং ব্যাটিং ও বোলিং উভয় দিকেই আমার ওপর প্রত্যাশা বেশি থাকবে। দল আমার কাছ থেকে সেটা চায়। সত্যি বলতে, আমি দলের প্রয়োজন অনুযায়ী উভয় দিক সমর্থন করার চেষ্টা করি। হয়ত কখনো কিছু কারণে ফলাফল একই হয় না, তবে কখনো কাজেও আসে।

মিরাজ এনিয়ে আরও বলেন,‘এটা গুরুত্বপূর্ণ যে প্রতিটি খেলোয়াড়ের দায়িত্ব থাকে। আমার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করব। একদিকে হয়ত সাকিব ভাই যখন ছিলেন, তখন আমার উপর এত চাপ ছিল না। হয়ত তাই আমি ভালো করেছি। এখন, হয়ত আমার উপর বেশি প্রত্যাশা হওয়ায় হয়ত আমি সেটা পূর্ণ করতে পারব না। আর আমার অবশ্যই ভালো লাগবে যদি আমি ভালো পারফর্ম করতে পারি। আমি দেশের জন্য ভালো করার চেষ্টা করব। প্রত্যাশা একদিনে তৈরি হয় না। হয়ত আমি পারফর্ম করে মানুষের কাছে সেটা তৈরি করেছি। ফিরে যাওয়ার কোনো পথ নেই। আশা করি, আমি আমার শতভাগ দিতে পারব।’

২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন। প্রথম ম্যাচেই নাজমুল হোসেন শান্তদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।

খেলার দুনিয়া | ফলো করুন :