বিরাটদের সঙ্গে যেতে পারবে পারিবার, কিন্তু...
সংযুক্ত আর আমিরাত ও পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া ক্রিকেটারদের সঙ্গে তাদের পারিবার যেতে না পারার নির্দেশনা থেকে সরে আসছে ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই)। তাতে বিরাটদের সঙ্গে যেতে পারবে তাদের পরিবার। তবে সেক্ষেত্রে খেলোয়াড়দের মানতে হবে একটি শর্ত।
বর্ডার-গাভাস্কার ট্রফিতে হারার পর খেলোয়াড়দের বিষয়ে বেশ কঠোর হয়েছিল বিসিসিআই। অস্টেলিয়া থেকে ফিরেই খেলোয়াড়দের নিয়ে কড়া নির্দেশনা জারি করেছিল ভারতের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। সেবার তারা জানিয়েছিল যদি ৪৫ দিন বা তার বেশি দিনের বিদেশ সফর থাকে তা হলে সেখানে দু’সপ্তাহের জন্য পরিবার ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিযোগিতার দিন কম হওয়ায় পরিবারের কেই সঙ্গে যেতে পারবে না বলে সাফ জানিয়েছিল তারা। তবে এবার সেই নিয়ম শিথিল করছে বোর্ড।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে,‘এক ম্যাচের জন্য ক্রিকেটারদের পরিবারের সদস্যেরা দুবাই যেতে পারবেন। তবে কোন ম্যাচে তারা যাবেন, সেটা ক্রিকেটারেরা ঠিক করবেন। বোর্ডের কাছে ক্রিকেটারদের লিখিত ভাবে জানাতে হবে কোন ম্যাচে কার পরিবারের সদস্যেরা দুবাই যাবেন। তারপর আবেদনের প্রেক্ষিতে বোর্ড অনুমতি দেবে।
অবশ্য এর আগে এক খেলোয়াড় বোর্ডের নির্দেশনার পরেও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য আবেদন জমা দিয়েছিল বিসিসিআইয়ে। যদিও সেটি বাতিল করে দিয়েছিল বোর্ড।
চ্যাম্পিয়ন্স ট্রফি এককভাবে পাকিস্তানে হওয়ার কথা থাকলে ভারতের আপত্তিতে পরে হাইব্রিড মডেলে দুবাইকে সঙ্গে নিয়ে আয়োজন করে পাকিস্তান। তাই ভারতের সব ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। সেখানে আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা উদ্ধারে মাঠে নামবে রোহিত শর্মারা।