বাবার মৃত্যু, ক্যাম্প ছাড়লেন রোহিতদের কোচ
রাত পেরোলে মাঠে গড়াবে বিশ্ব ক্রিকেটের মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফির। তবে শুরুর আগে ধাক্কা খেয়েছে ভারত। দলের প্রধান বোলিং কোচ মরনি মর্কেলকে মাঠে পাচ্ছে না ম্যান ইন ব্লুরা। বাবার মৃত্যুর খবর শোনে দেশে (দক্ষিণ আফ্রিকায়) ফিরে গেলেন রোহিত শর্মাদের কোচ।
ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, ‘১৫ ফেব্রুয়ারি ভারতীয় দলের সঙ্গে দুবাই পৌঁছান মরকেল। মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি অনুশীলন সেশনেও অংশ নেন। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন জশপ্রীত বুমরাহ। যার কারণে ধার কমেছে ভারতীয় বোলিং লাইন আপের। বুমরাহর বদলে ভারতের পেস অ্যাটাকের নেতৃত্ব থাকবে মোহাম্মদ শামির হাতে। তাই দলের সেরা বোলিং অস্ত্রকে নিয়ে দীর্ঘক্ষণ অনুশীলনে ছিলেন দক্ষিণ আফ্রিকান কোচ মর্কেল।
চোট সারিয়ে ফেরা শামিকে বোলিংয়ের পাশাপাশি তার ফিটনেসের দিকেও নজর রাখতে হচ্ছিল বোলিং কোচকে। কিন্তু টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচের আগেই মর্কেলের চলে যাওয়ায় ধাক্কা খেলো গৌতম গম্ভীরের শিষ্যরা। দুবাইয়ের পিচে শামিরা কতটুকু সামলাতে পারবে সেটা মাঠে নামলে বোঝা যাবে।
আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত। এই ম্যাচেই শুরু তাদের মিশন।