পছন্দের খাবার পেতে যে কৌশল নিলেন কোহলি
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বর্ডার-গাভাস্কার ট্রফিতে হারের পর বিরাট কোহলিদের ব্যাপারে কঠোর হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। খেলোয়াড়দের ব্যক্তিগত রাঁধুনি নিয়ে যেতে না পারার উপর নিষেধাজ্ঞা দেয় বোর্ড। তবে দুবাইয়ে অনুশীলনের এক ফাঁকে বিরাট কোহলি নিজের পছন্দের খাবার খাওয়ার পর সেই পালে আবারো হাওয়া দিলেন।
উপমহাদেশে মানুষের ক্ষেত্রে খাবার ঠিক তো দুনিয়া ঠিক। তার ব্যতিক্রম নন কোহলিরাও, তাই তো অনুশীলনের সময়ও ভুলে যাননি প্রিয় খাবারের কথা। যে কারণে ব্যক্তিগত রাঁধুনি নিতে না পারলেও হোটেল থেকে অর্ডার করে পেটপুজো সারলেন তিনি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দুবাই আইসিসির ক্রিকেট একাডেমির মাঠে অনুশীলন করে ভারতীয় দল। সেখানে দেখা যায়, স্থানীয় এক ম্যানেজারের সঙ্গে কথা বলছেন কোহলি। তার পরেই ওই ম্যানেজার মাঠ থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর হাতে কয়েকটি খাবারের প্যাকেট নিয়ে ফেরেন তিনি। মূলত নিজের পছন্দের একটি হোটেল থেকে খাবার আনান তিনি। অনুশীলন শেষে যখন বাকিরা নিজেদের ব্যাগ গোছাতে ব্যস্ত, তখন কোহলি মাঠে বসেই খাবার খান। এমনকি বাসেও খাবারের প্যাকেট নিয়ে ওঠেন তিনি।
এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড নির্দেশ দিয়েছিল- খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগত রাঁধুনি নিয়ে যেতে পারবেন না ক্রিকেটাররা। তার পরিবর্তে বোর্ডের কয়েকজন রাঁধুনি দলের সঙ্গে গিয়েছেন দলের সঙ্গে। যদিও আগে কোহলি বিদেশ সফরে গেলে তার সঙ্গে দুইজন রাঁধুনি যেতেন।