বাংলাদেশকে লড়াইয়ে দেখছেন ভারতীয় ক্রিকেটার

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:৫৪ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু বুধবার বিকেলে। তবে অনেক আগে থেকেই চলছে হিসাব নিকাশ। কোন দল ফাইনালে যাবে তা নিয়ে বেশ আলোচনা হচ্ছে বিশ্ব ক্রিকেটাঙ্গনে। সেখানে বাংলাদেশকে শিরোপার অন্যতম দাবিদার বলে মন্তব্য করেছেন সাবেক ভারতীয় স্পিনার মুরালি কাতির্ক।

‘মিনি বিশ্বকাপ’ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির বিশেষজ্ঞ মতামতে বাংলাদেশকে শিরোপার লড়াইয়ে আগে দেখছেন কার্তিক। সেখানে বাংলাদেশকে বিপজ্জনক উল্লেখ করে নাজমুল হোসেন শান্তদের শিরোপার অন্যতম দাবিদার বলেছেন ভারতের সাবেক অফস্পিনার। সেমিফাইনালেও বাংলাদেশকেই এগিয়ে রাখছেন তিনি। ভারতের পাশাপাশি নাজমুল হোসেন শান্তদের সেমিতে দেখছেন সাবেক এই অফস্পিনার। অন্য গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বেছে নিয়েছেন অস্ট্রেলিয়াকে।

অবশ্য এবারের টুর্নামেন্টে বাংলাদেশকে হিসাবের বাইরে রাখছেন বিশ্ববিখ্যাত সাবেকরা। সাবেক অজি তারকা রিকি পন্টিংয়ের মতে বাংলাদেশের চেয়ে এই আসরে আফগানিস্তানেরই ভালো করার সম্ভাবনা বেশি। আবার দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের ভাষ্যনুযায়ী অঘটন ঘটাবার সামর্থ্য থাকলেও খুব বেশি কিছু করা হচ্ছে না বাংলাদেশ দলের।

মুরালি কার্তিক সেরাদের তালিকায় দেখলেও চাপে বাংলাদেশ। কেননা, গতকাল পাকিস্তান শাহিনসের সঙ্গে ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে শান্তরা। তারপরও কথায় আছে আশায় বাঁচে মানুষ, টাইগার ভক্তরা না হয় সেই আশাতে বসতি গড়লেন

খেলার দুনিয়া | ফলো করুন :