চ্যাম্পিয়ন্স ট্রফির তিন ফেভারিটের গল্প
স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে বুধবার ( ১৯ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। এবারের আসরে বরাবরের মত অংশ নেবে ৮ দেশ। তবে চ্যাম্পিয়নের মুকুট মাথায় পরবে মাত্র এক দল। কাদের ঘরে উঠবে এবারের আসরের ট্রফি তা নিয়ে হচ্ছে আলোচনা।
চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ আসর আয়োজিত হয়েছিল ২০১৭ সালে। সেবার ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল পাকিস্তান। এবার সেই পাকিস্তানেই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান কি পারবে ঘরের মাঠে তাদের শিরোপা ধরে রাখতে? নাকি তাদের মাঠ থেকেই শিরোপা কেড়ে নেবে অন্য কোনো দল?
পাকিস্তানের থেকে শিরোপা কেড়ে নেওয়ার দৌড়ে অবশ্য সবার থেকে এগিয়ে ভারত ও নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারত অবশ্য ২০১৭ এর ফাইনালে ১৮০ রানের বিশাল ব্যবধানের হারের ক্ষত শুকাতে চাইবে এবারের আসরে চ্যাম্পিয়ন হয়ে। অন্যদিকে পাকিস্তানের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জেতা নিউজিল্যান্ডও তাকিয়ে থাকবে শিরোপার দিকেই। আর স্বাগতিক দেশ হিসেবে সবার থেকে এগিয়ে থাকবে পাকিস্তান।
ভারত
এর আগে ২০০২ ও ২০২৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল ভারত। শেষবারও খেলেছে ফাইনালে। বর্তমানে ওডিআই র্যাঙ্কিংয়েও সবার উপরে আছে রোহিত শর্মার দল। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল ভারত। যদিও অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারতে হয়েছে তাদের। ওয়ানডেতে হারের ক্ষত ভারত শুকিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলে। ঘরের মাঠে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ভারত। এমন একটা দল অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফির বড় দাবিদার।
পাকিস্তান
২০১৭ সালে নিজেদের একমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। এবার টানা দুই আসর জয়ের সুযোগ তাদের সামনে। কারণ এবারের আসর আয়োজিত হচ্ছে তাদের ঘরের মাঠে। ঘরের বাইরে শেষ তিন দ্বিপাক্ষিক সিরিজের সবগুলোই জিতেছে মোহাম্মদ রিজওয়ানের দল। যার মধ্যে আছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মত দল। যদিও ত্রিদেশীয় সিরিজে হার কিছুটা পিছিয়ে দিয়েছে স্বাগতিকদের,তবুও শিরোপার দৌড়ে এগিয়ে থাকবে পাকিস্তান।
নিউজিল্যান্ড
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৪ নাম্বারে থাকা দলটি ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল। এর পর আইসিসির টুর্নামেন্টগুলোতে একাধিকবার ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেনি কিউই রা। তবে পাকিস্তানের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়, দারুণভাবে এগিয়ে দিয়েছে মিচেল স্যান্টনারের দলকে। দারুণ ব্যাটিং এবং বোলিংয়ে সমৃদ্ধ কিউই দল, শিরোপার অন্যতম বড় দাবিদার