আক্ষেপ নিয়ে প্রিমিয়ার লিগ শুরু করছে মেয়েরা
দেশে নারী ক্রিকেটের ঘরোয়া আসর প্রিমিয়ার ডিভিশন উইমেন্স লিগের পর্দা উঠতে যাচ্ছে বুধবার। তবে আসর শুরু আগে দেশের নারী ক্রিকেটের অবস্থা তুলে ধরে আক্ষেপ করলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দেশে জাতীয় দলের বাইরের খেলোয়াড়রা জায়গা পান না বলে মন্তব্য করেছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভবনের সামনে আজ মঙ্গলবার বিকেলে লিগের ট্রফি উন্মোচন হয়। সেখানে নারী প্রিমিয়ার লিগের ট্রফি উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্যোতি বলেন, ‘অনেক সময় নারী ক্রিকেটারদের প্রতি অবিচার করা হয়। যারা জাতীয় দলের বাইরে, তাদের জন্য ঘরোয়া লিগই নিজেকে প্রমাণের মঞ্চ। লিগে অংশগ্রহণ না থাকলে বা ম্যাচ সংখ্যা কমলে সেটা ক্রিকেটারদের জন্য হতাশাজনক। এবার হয়তো দল কমেছে, তবে প্রতিযোগিতার মান উন্নত হবে। আমি মনে করি, অন্তত চার-পাঁচটি দল বেশ শক্তিশালী। তাই প্রতিটি ম্যাচই ক্রিকেটারদের জন্য জাতীয় দলে জায়গা করে নেওয়ার বড় সুযোগ হবে।’
এ সময় তিনি আরো বলেন,‘অনেকে ব্যক্তিগতভাবে প্রচুর অনুশীলন করে, নিজেদের খরচে একাডেমিতে প্রস্তুতি নেয়। তাই এই লিগ তাদের জন্য বড় সুযোগ নিজেদের প্রমাণের। আমরা চাই, লিগের মূল লক্ষ্য যেন বাস্তবে প্রতিফলিত হয়।’
আগামীকাল বুধবার লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন দল সালমা খাতুনের মোহামেডান স্পোর্টিং ক্লাব ও নতুন দল নিগারের শেলটেক ক্রিকেট একাডেমি।
নারী লিগে রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ না থাকায় আগের আসরের চেয়ে একটি দল কমেছে।