উদ্বোধনী ম্যাচে পাকিস্তান-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ
১৯ ফেব্রুয়ারি (বুধবার) স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। পাকিস্তান শিরোপা ধরে রাখার আর নিউজিল্যান্ড ২০০০ সালের পর আবারও আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে এদিন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ পাবে প্রতিটি দল। চার দল থেকে শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে। প্রতিটি ম্যাচই তাই গুরুত্বপূর্ণ। পাকিস্তান- নিউজিল্যান্ড দুই দলই চাইবে জয় দিয়ে আসর শুরু করার।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় মাঠে নামবে দুই দল।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ-
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, সাউদ শাকিল, খুশদিল শাহ, তাইয়ুব তাহির, আবরার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ-
মিচেল স্যান্টনার (অধিনায়ক), উইল ইয়ং, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, ন্যাথান স্মিথ, ম্যাট হেনরি, কাইল জেমিসন।