বাংলাদেশ-ভারত লড়াই: দ্বৈরথে কারা এগিয়ে?

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০১:৪১ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু হচ্ছে ভারতের বিপক্ষে লড়াই দিয়ে। ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুবাইয়ে মুখোমুখি হবে দুই দল।

এই ম্যাচে কয়েকটি ব্যক্তিগত লড়াই বেশ জমবে, যা ম্যাচের ভাগ্য নির্ধারণেও ভূমিকা রাখতে পারে।

রোহিত বনাম মুস্তাফিজুর: পাওয়ারপ্লেতে চ্যালেঞ্জ

রোহিত শর্মা ফর্মে ফিরেছেন বলে মনে হলেও তার ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন আছে। ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর পরের ম্যাচেই ব্যর্থ হন। অন্যদিকে, বাঁহাতি পেসারদের বিরুদ্ধে রোহিত বরাবরই কিছুটা সমস্যায় পড়েন। বাংলাদেশের হয়ে নতুন বল হাতে মুস্তাফিজুর রহমান এই সুযোগ কাজে লাগাতে পারেন। ওয়ানডেতে ১০ ইনিংসে মুস্তাফিজ তিনবার রোহিতকে আউট করেছেন। মুস্তাফিজের বিপক্ষে ১২৩ বলে ১৩০ রান করা রোহিত কি এবার সফল হতে পারবেন, নাকি মুস্তাফিজই বাজিমাত করবেন?

কোহলি বনাম তাসকিন: অফস্টাম্পের বাইরে ধৈর্যের পরীক্ষা

বিরাট কোহলি সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ৫২ রান করেছেন, তবে তার অফস্টাম্পের বাইরের বল খেলার দুর্বলতা স্পষ্ট। তাসকিন আহমেদ সেই দুর্বলতাকে কাজে লাগাতে পারেন। ওয়ানডেতে কোহলি চার ইনিংসে তাসকিনের মুখোমুখি হয়েছেন, যেখানে মাত্র ৩৫ রান করলেও একবার আউট হয়েছেন। আর আশ্চর্যের ব্যাপার হলো, ওয়ানডেতে তাসকিনের বলে কোহলি কখনো ছক্কা হাঁকাতে পারেননি। তাই এই লড়াই জমে ওঠার সম্ভাবনা রয়েছে।

হার্দিক বনাম মেহেদি: দুই অলরাউন্ডারের পরীক্ষার মঞ্চ

ভারতের জন্য হার্দিক পাণ্ড্য এবং বাংলাদেশের জন্য মেহেদি হাসান মিরাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। হার্দিক ব্যাটিংয়ে নিচের দিকে ভরসার প্রতীক, আবার পেস আক্রমণেও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ক্ষেত্রে মেহেদি একই রকম ভূমিকা পালন করেন। ব্যাটিংয়ে দলের প্রয়োজনে রান করেন, আবার বোলিংয়েও কার্যকর। তাই এই দুই অলরাউন্ডারের পারফরম্যান্স ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

জাদেজা বনাম মুশফিক: অভিজ্ঞতার লড়াই

ভারতের স্পিন আক্রমণের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় রবীন্দ্র জাদেজা। দুবাইয়ের উইকেটে স্পিনাররা বাড়তি সুবিধা না পেলেও জাদেজা তার ধারাবাহিক লাইন-লেংথের কারণে বিপজ্জনক হয়ে ওঠেন। মাঝের ওভারে তার বিপক্ষে বাংলাদেশের ভরসা হতে পারেন মুশফিকুর রহিম। স্পিন ভালো খেলার জন্য পরিচিত মুশফিকের দায়িত্ব থাকবে জাদেজার বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলা।

শামি বনাম সৌম্য: নতুন বলের লড়াই

বাংলাদেশের ওপেনার সৌম্য সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারেন মোহাম্মদ শামি। ২০২৩ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন শামি, যদিও চোটের কারণে কিছুদিন দলের বাইরে ছিলেন। তবে বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে তার কার্যকারিতা অস্বীকার করার উপায় নেই। নতুন বলের সুইং সামলে শুরুতে উইকেট ধরে রাখতে পারলে সৌম্য বাংলাদেশের ইনিংসকে স্থিতিশীল করতে পারবেন, তা না হলে শামির আগ্রাসী বোলিং শুরুতেই বাংলাদেশকে চাপে ফেলে দিতে পারে।

খেলার দুনিয়া | ফলো করুন :