বিশ্বকাপ শেষ হতে না হতেই আবার মুখোমুখি অস্ট্রেলিয়া-ভারত

বিশ্বকাপ শেষ হতে না হতেই আবার মুখোমুখি অস্ট্রেলিয়া-ভারত

অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ হারানোর ক্ষত এখনো দগদগে। অথচ আহমেদাবাদের সে ‘ট্র্যাজেডি’র সপ্তাহ পেরোনোর আগেই আবারও অজিদের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে ভারতকে। আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। সে সিরিজে ভারতের নেতৃত্বে দেখা যেতে পারে সূর্যকুমার যাদবকে।

ভারতের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানাচ্ছে, গত আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের যে দল খেলেছে, সে দলের প্রায় সবাইকেই রেখে দেয়া হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে। শুধু সে সিরিজে নেতৃত্ব দেয়া জশপ্রীত বুমরাহকে বিশ্রাম দেয়া হয়েছে। তাই এই সিরিজে ভারতের নেতৃত্ব দিতে পারেন সূর্যকুমার।

এছাড়া এই সিরিজে ভারতের কোচিং প্যানেলেও বদল আসতে পারে। ধারণা করা হচ্ছে, টানা তিন মাসের ক্রিকেটীয় ব্যস্ততার পর বিশ্রাম দেয়া হতে পারে হেড কোচ রাহুল দ্রাবিড়কে। তার জায়গায় অস্ট্রেলিয়ার বিপক্ষে কুড়ি ওভারের সিরিজে ডাগআউটে দেখা যেতে ভিভিএস লক্ষ্মণকে।

আগামী ২৩ নভেম্বর বিশাখাপট্টনমে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত। এরপর ২৬ নভেম্বর তিরুভানন্তপুরম, ২৮ নভেম্বর গৌহাটি, ১ ডিসেম্বর রায়পুর যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। আর ৩ ডিসেম্বর বেঙ্গালুরুতে সিরিজের শেষ ম্যাচে একে অপরের মোকাবিলা করবে দুই দল।

সম্পর্কিত খবর