উইলিয়ামসনরা আসছেন কাল

উইলিয়ামসনরা আসছেন কাল

নিজেদের বিশ্বকাপ মিশন শেষের পর কয়েকদিন ছুটি কাটিয়েই আবারও মাঠে নেমে পড়তে হচ্ছে শান্ত-মিরাজদের। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামীকাল (মঙ্গলবার) বাংলাদেশে পা রাখবেন কেন উইলিয়ামসনরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের দুই টেস্ট সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচী ঘোষণা করেছে বিসিবি। সে সময়সূচী অনুযায়ী মঙ্গলবার নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসার পরদিন বুধবার সিলেট যাবে দুই দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে।

সিলেটে পৌছার পর ২৮ নভেম্বর প্রথম টেস্টে মাঠে নামার আগে চারদিন অনুশীলন করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড, মাঝে একদিন বিরতি নেবে তারা। ২ ডিসেম্বর প্রথম টেস্ট শেষের পরদিন দ্বিতীয় টেস্ট খেলতে ঢাকায় ফিরবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

ঢাকায় ফিরে দুই দিন অনুশীলন করেই ৬ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে দুই দল। ১০ ডিসেম্বর এই টেস্ট শেষের পরদিন ঢাকা ত্যাগ করবে কিউইরা।

সম্পর্কিত খবর