বিস্ময়ের বিশ্বকাপে নতুন যত রেকর্ড

বিস্ময়ের বিশ্বকাপে নতুন যত রেকর্ড

দক্ষিণ আফ্রিকার আক্রমণাত্মক ক্রিকেট থেকে শুরু করে ওয়াংখেড়ে গ্লেন ম্যাক্সওয়েলের মাস্টারপিস ইনিংস। বিরাট কোহলির সবাইকে ছাড়িয়ে যাওয়া কিংবা মোহাম্মদ শামির বোলিং তোপ। বিশ্বকাপে রোহিতের সর্বোচ্চ সেঞ্চুরি। রোমাঞ্চ উত্তেজনা শেষে একরাশ হতাশা। অপ্রতিরোধ্য ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়ার ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা। দীর্ঘ দেড় মাসের বিশ্বকাপ যাত্রায় কি ছিল না।

প্রায় প্রতিটি ম্যাচেই দেখা গেছে নতুন কোনো না কোনো রেকর্ড। তাতে ঢাকা পরে গেছে আগের আসরগুলোর কীর্তি। সব মিলিয়ে রেকর্ডের পসরা সাজিয়ে বসেছিল ভারত বিশ্বকাপ। সেখান থেকে উল্লেখযোগ্য কিছু নতুন রেকর্ড নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

বিস্ময়ের ২০২৩ বিশ্বকাপে দেখে নেওয়া যাক নতুন সে সব রেকর্ডগুলো। যা ভারত বিশ্বকাপকে করেছে আরও আকর্ষণীয়।

দুটি করে জয় পেয়েছে প্রতিটি দল: আইসিসি বিশ্বকাপের ১৩ তম আসরে এসে এই প্রথমবারের মতো দেখা গেল এমনটি। যেখানে অংশগ্রহণকারী প্রতিটি দলই অন্তত দুটি করে ম্যাচ জিতেছে।

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দাপট: বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। এ নিয়ে মোট ৬টি শিরোপা ঘরে তুলেছে অজিরা। যার শুরুটা হয়েছিল ১৯৮৭ সালে এই ভারতেই। এরপর ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫ হয়ে সবশেষ ২০২৩। অস্ট্রেলিয়ার পর সর্বাধিক দুটি করে শিরোপা আছে ওয়েস্ট ইন্ডিজ (১৯৭৫, ১৯৭৯) ও ভারত (১৯৮৩, ২০১১)।

ট্র্যাভিস হেড: ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে রান তাড়া করতে নেমে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। আহমেদাবাদে ভারতের বিপক্ষে ১৩৭ রানের অনবদ্য এক ইনিংস খেলে অজিদের শিরোপা জয়ের নায়ক তিনি। তার আগে ফাইনালে সেঞ্চুরি হাঁকানোর কীর্তি আছে শ্রীলঙ্কার অরবিন্দ ডি সিলভার। ১৯৯৬ বিশ্বকাপের ফাইনালে অজিদের বিপক্ষে অপরাজিত ১০৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

বিরাট কোহলি কীর্তি: চলতি আসরে সর্বোচ্চ ৭৬৫ রান করেছেন কোহলি। যেখানে তার গড় ৯৫.৬২। বিশ্বকাপের ইতিহাসে যা এই প্রথম। এর আগে এক আসরে সর্বোচ্চ ৬৭৩ রান ছিল শচীন টেন্ডুলকারের। ২০০৩ বিশ্বকাপে এই কীর্তি গড়েছিলেন শচীন।

এই রেকর্ড ছাড়াও ওয়ানডে শচীনের ৪৯টি সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে গেছেন কোহলি। চলতি টুর্নামেন্টে তিনটি সেঞ্চুরি হাঁকিয়ে সেঞ্চুরির ফিফটি তুলেছেন ভারতীয় এই ব্যাটার।

দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ দলীয় সংগ্রহ: বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ দাঁড় করিয়েছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করে ৫ উইকেটে স্কোরবোর্ডে ৪২৮ রান জমা করে প্রোটিয়ারা। যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার। সেবার ৬ উইকেটে ৪১৭ রান করেছিল অজিরা।

আগ্রাসী শামি: বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মোহাম্মদ শামি। ১৭ ইনিংসে এই কীর্তি গড়েছেন তিনি। অথচ টুর্নামেন্টের শুরুতেও হার্দিক পান্ডিয়ার জন্য দলে জায়গা হচ্ছিল না তার। সুযোগ পেয়ে ১০.৭ গড়ে ২৪ উইকেট নিয়েছেন তিনি। হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। এছাড়াও এক বিশ্বকাপে সর্বাধিক তিনবার ৫ উইকেট নেওয়ার নতুন কীর্তি গড়েছেন শামি।

রোহিত শর্মার সেঞ্চুরি: চলতি বিশ্বকাপে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত শর্মা। আর তাতেই বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক সাতটি সেঞ্চুরির রেকর্ড এখন তার। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক ৫৯৭ রানও তার নামের পাশে। এর আগে বিশ্বকাপে সর্বোচ্চ ৬টি সেঞ্চুরি ছিল শচীনের।

ম্যাক্সওয়েল তাণ্ডব: বিশ্বকাপে দুটি অতিমানবীয় ইনিংস খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। নেদারল্যান্ডসের বিপক্ষে ৪০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন এই অজি তারকা। যা বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম। এছাড়াও আফগানিস্তানের বিপক্ষে হারতে থাকা ম্যাচে ৯১ রানে ৭ উইকেট হারানোর পর ২৯২ রান তাড়া করে দলকে জিতিয়েছেন। ক্র্যাম্প নিয়েও ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়েছেন মাক্সওয়েল। যা চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় বিস্ময়গুলোর মধ্যে অন্যতম।

সম্পর্কিত খবর