বিকল্পদের দিয়েই লেবাননকে হারাতে চায় বাংলাদেশ 

বিকল্পদের দিয়েই লেবাননকে হারাতে চায় বাংলাদেশ 

ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের অস্ট্রেলিয়ার বিপক্ষে হার হয়তো লম্বা সময় ধরে ভুলতে পারবে না ভারত। তবে ফুটবলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই হার সহসাই ভুলে যেতে চায় বাংলাদেশ। আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনার ম্যাচে বিশ্বকাপ বাঁচাইয়ে বাংলাদেশের সামনে এবার লেবানন। 

আগের ম্যাচে হতাশাজনক হারের পর এই ম্যাচে মাঠে নামার আগেই ধাক্কা। যদিও সেটি অস্ট্রেলিয়ার বিপ্পখে ম্যাচের সময়েই নির্ধারিত হয়েছিল। টানা দুই ম্যাচের হলুদ কার্ড দেখায় এই ম্যাচে মাঠে নামতে পারবেন না ফরোয়ার্ড রাকিব হোসেন ও ডিফেন্ডার সাদ উদ্দিন। 

দলের দুই অংশের এই দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়া কিছুটা বেগ পেতে হবে জামাল ভূঁইয়াদের। তবে তাদের বিকল্পদেরও পিছিয়ে রাখছেন না বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা। বিকল্পদের দিয়েই চমক দেখাতে চান মাঠে। 

গতকাল (সোমবার) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, “লেবাননের মতো কিছু খেলোয়াড় আমরাও পাচ্ছি না। তবে সেখানে আমাদের সেরা বিকল্প আছে। তিন দিন ধরে (অস্ট্রেলিয়া থেকে ফেরার পর থেকে) এ ম্যাচ নিয়ে পরিকল্পনা করেছি। আমরা আশাবাদী যে, তারা (দলের ফুটবলাররা) এই ম্যাচে ভালো খেলবে।”

বিশ্বকাপ বাছাইয়ের ‘আই’- গ্রুপের ম্যাচে আজ (মঙ্গলবার) নিজেদের মাঠে নামছেন জামাল-মিতুলরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে। 

 

সম্পর্কিত খবর