পান্ডিয়ার হাতের ঘড়ির দাম প্রায় ১০ কোটি!
বাংলাদেশের পর পাকিস্তানকে গতকাল অনায়াসে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে ভারত। এ ম্যাচে বিরাট কোহলি তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৫১ তম সেঞ্চুরি। তবে বিরাটের পাশাপাশি অন্য কারণে আলোচনায় এসেছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
এ ম্যাচে ভারতের হয়ে পান্ডিয়া ব্যাটিংয়ে করেছেন মাত্র ৮ রান। বোলিংয়ে ৮ ওভারে দুই উইকেট নিলেও পান্ডিয়া আলোচনায় এসেছেন অন্য কারণে। বোলিং করার সময়, উইকেট উদ্যাপনের সময় তার হাতে একটি ঘড়ি দেখা যায়, যা অনেকের নজরে এসেছে। নেট দুনিয়ার এ নিয়ে শোরগোলও চলছে। কারণ, ঘড়িটি খুবই দামি এবং দুর্লভ।
বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট বোর্ড ভারত। তাদের ক্রিকেটারদের পারিশ্রমিকও অন্যদের তুলনায় অনেক বেশি। তাই স্বাভাবিকভাবেই বিলাসী জীবনযাপনে অভ্যস্ত তারা। ভারতের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, পান্ডিয়া কাল যে ঘড়ি পরে বল করেছেন, সেটি সুইজারল্যান্ডের বিখ্যাত ব্র্যান্ড রিচার মিলের। আরএম ২৭-০২ মডেলের এই ঘড়ির দাম ৮ লাখ মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় যা ৯ কোটি ৬৭ লাখ টাকা। বিশ্বে এমন ঘড়ি মাত্র ৫০টি আছে।
সবচেয়ে উন্নত প্রযুক্তির এই ঘড়ি মূলত টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালের জন্য নকশা করা হয়েছিল। ঘড়িতে কেসব্যান্ড এবং বেসপ্লেট একসঙ্গে জুড়ে তৈরি হয়েছে। এর ফলে দুটি উপাদান আলাদা করে রাখার দরকার হয়নি। বেসপ্লেট তৈরি করা হয়েছে গ্রেড-৫ টাইটেনিয়াম দিয়ে। ঘড়িতে নীলকান্তমণি স্ফটিকের সঙ্গে কার্বন ফাইবারের সংমিশ্রণও আছে।