দিল্লিতে রোহিত-কোহলিদের আমন্ত্রণ দিলেন মোদী

দিল্লিতে রোহিত-কোহলিদের আমন্ত্রণ দিলেন মোদী

সদ্য শেষ হওয়া বিশ্বকাপের ফাইনালে দলকে উৎসাহিত করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন স্বয়ং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে পুরো টুর্নামেন্টে দাপটের সঙ্গে খেলেও ফাইনালে গিয়ে পা ফসকে যায় ভারতের।

ফাইনালে রোহিত শর্মার দলের এই হারের পর ক্রিকেটারদের মনোবল বাড়াতে ড্রেসিংরুমে যান ভারতের প্রধানমন্ত্রী। সেখানে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত বল করা মোহাম্মদ শামিকে জড়িয়ে ধরেন তিনি। এমনি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বিরাট কোহলির হাতে হাত রেখেও কথা বলতে দেখা যায় তাঁকে।  

উৎসাহ দেওয়ার জন্য ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন একাধিক ভারতীয় ক্রিকেটার। যেখানে ভারতজুড়ে আলোচনার শীর্ষে উঠে শামির পোস্ট। একটি টুইট করে তিনি লেখেন, “ড্রেসিংরুমে এসে আমাদের মনোবল বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। আমরা আবার কামব্যাক করব।”

এবার সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। যেখানে মোদী পুরো ভারতীয় ক্রিকেট দলের উদ্দ্যেশে বলেন, “টানা ১০ ম্যাচ জিতে আমরা ফাইনালে উঠেছি। তবে এরকম হয়েই থাকে। ভেঙে পড়লে চলবে না। এই সময়ে একে অপরের পাশে থেকে সকলের মনোবল বাড়াতে হবে। দিল্লিতে এলে একদিন আমার সঙ্গে দেখা করবে সকলে। আমার আমন্ত্রণ রইল সকলের কাছে।”

সম্পর্কিত খবর