বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান লড়াই

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:৩৩ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে আগামী ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে সেই ম্যাচের আগে চোখ রাঙাচ্ছে স্থানীয় আবহাওয়া। গত ১২ ঘণ্টায় রাজধানী ইসলামাবাদের সঙ্গে পাল্লা দিয়ে পাল্টেছে ভেন্যু শহর রাওয়ালপিন্ডির আবহাওয়াও। যে কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ যথাসময়ে মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ থেকে গতকাল বলা হয়েছিল চলতি সপ্তাহ থেকে বৃষ্টি হতে পারে রাওয়ালপিন্ডিতে। শহরটিতে বৃহস্পতিবার নাগাদ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে তারা। আর ওই দিন গ্রুপ এ’র শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশের।

আবহাওয়া অফিস আরও জানায়, বিগত কয়েক সপ্তাহ ধরে রাওয়ালপিন্ডির আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। যেখানে দিনের বেলা তাপমাত্রা ২২-২৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও রাতের বেলা সেটা ১১-১৪ ডিগ্রিতে নেমে যায়। আজ মঙ্গলবার সকালে গুড়িগুড়ি বৃষ্টির সঙ্গে তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকলেও আকাশ ঘন মেঘে ঢাকা ছিল। বৃষ্টি না কমার কারণে আজ হতে যাওয়া অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচ এখনো মাঠে গড়ায়নি।

বাংলাদেশ দলের জন্যে আজকে অনুশীলন না থাকায় বর্তমানে হোটেলে কঠোর নিরাপত্তার মধ্যে সময় কাটাচ্ছে। পাকিস্তান ক্রিকেট দল গতকাল দুবাইতে ভারতের বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচ হেরে রাওয়ালপিন্ডিতে পৌঁছেছে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ও পাকিস্তান গ্রপ পর্বের দুটি ম্যাচ হেরে সেমিফাইনালে খেলার সুযোগ হারিয়েছে। যে কারণে বৃহস্পতিবারের ম্যাচটি শুধু আনুষ্ঠানিকতা রক্ষা করা ছাড়া আর কিছুই নয়।

খেলার দুনিয়া | ফলো করুন :